Mallika Sherawat Break Up

বিচ্ছেদে বিপর্যস্ত বলিউড, ফরাসি প্রেমিকের সঙ্গে সম্পর্কে নেই মল্লিকা! ঘোষণা করলেন নিজেই

বছরশেষেও বিচ্ছেদের ঘোষণা। এ বার সম্পর্ক ভেঙে বেরনোর কথা ঘোষণা করলেন মল্লিকা শেরওয়াত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১১:৫৭
ফরাসি প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে একা মল্লিকা শেরওয়াত।

ফরাসি প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে একা মল্লিকা শেরওয়াত। ছবি: ফেসবুক।

‘সময় এতটাই জটিল যে ভরসা করার মতো চওড়া কাঁধ পাওয়া সত্যিই মুশকিল!’ এ কথা জানিয়ে সোমবার রাতে আনু্ষ্ঠানিক ভাবে ফরাসি প্রেমিক সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন মল্লিকা শেরাওয়াত।

Advertisement

বছর শেষে একের পর এক বিচ্ছেদের খবরে বিপর্যস্ত বলিউড। কী কারণে বিচ্ছিন্ন হলেন অভিনেত্রী? জানা গিয়েছে, তিনি ভরসা করতে পারছেন না। এর বাইরে কিছুই বলতে চাননি।

২০১৬ থেকে ২০২৪— আট বছর সম্পর্কে ছিলেন সিরিল-মল্লিকা। ফরাসি ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন সমস্ত সাক্ষাৎকারে তিনি একটাই কথা জানাতেন, অভিনেত্রী পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সম্প্রতি তিনি ‘ভিকি বিদ্যা কা উওওয়ালা ভিডিয়ো’ ছবি দিয়ে বলিউডে ফিরে আসেন। এর পরেই একাধিক সাক্ষাৎকারে মল্লিকা জানান, তিনি একা। প্রেম ভেঙেছে তাঁর। সাংবাদিকদের এ-ও বলেন, “আমাদের সম্পর্ক খুবই গভীর ছিল। আচমকা তাতে দাঁড়ি পড়ায় ভেঙে পড়েছি। ভীষণ একা আমি।” পাশাপাশি জানাতে ভোলেননি, বর্তমানে ভরসা করার মতো যোগ্য ব্যক্তির সংখ্যা ক্রমশ কমছে।

সেই জায়গা থেকেই প্রশ্ন ওঠে, আগামীতে নতুন করে সম্পর্ক বা বিয়ে নিয়ে ভাববেন মল্লিকা?

অভিনেত্রী তারও জবাব দিয়েছেন। জানিয়েছেন, বিয়েতে বিশ্বাস করেন না এমন নয়। কিন্তু এখনই তিনি এ সব বিষয়ে উদাসীন। তাই নতুন করে প্রেম বা সম্পর্কে জড়ানো নিয়েও কোনও পরিকল্পনা নেই তাঁর।

Advertisement
আরও পড়ুন