Viral Video

তর্ক করায় ট্রেনের মধ্যে মহিলা যাত্রীকে কষিয়ে চড়়! সাময়িক ভাবে বরখাস্ত আরপিএফ কনস্টেবল

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ জানুয়ারি রণথম্ভোর এক্সপ্রেসের জেনারেল কামরায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, জেনারেল কামরার যাত্রীরা চেন টেনে ট্রেন থামিয়ে দেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১১:৩৩

ছবি: এক্স থেকে নেওয়া।

মুখে মুখে তর্ক করার ‘দোষে’ ট্রেনের মহিলা যাত্রীকে কষিয়ে চড়! সাসপেন্ড (নিলম্বিত) করা হল এক আরপিএফ কনস্টেবলকে। মহিলা যাত্রীকে চড় মারার ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই তাঁকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্ত আরপিএফের ওই হেড কনস্টেবলের নাম ওম প্রকাশ। রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার আরপিএফ থানায় কর্তব্যরত ছিলেন তিনি।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ জানুয়ারি রণথম্ভোর এক্সপ্রেসের জেনারেল কামরায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, জেনারেল কামরার যাত্রীরা চেন টেনে ট্রেন থামিয়ে দেন। বিষয়টি খতিয়ে দেখতে সঙ্গে সঙ্গে ওই কামরায় পৌঁছন হেড কনস্টেবল ওম প্রকাশ। চেন টানার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার সময় এক পুরুষ এবং এক মহিলা যাত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয় তাঁর। ওই মহিলা যাত্রী কামরার দরজার সামনে বসে ছিলেন। কথা কাটাকাটি চরমে পৌঁছলে তর্কাতর্কির মাঝেই ওই মহিলা যাত্রীকে চড় মেরে বসেন ওম প্রকাশ। ট্রেনে থাকা অন্য এক যাত্রী পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই রেল কর্তৃপক্ষের তরফে আরপিএফের ওই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। অন্য দিকে, ভাইরাল সেই ভিডিয়ো সমাজমাধ্যমে অনেকেই দেখেছেন। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। কেউ কেউ আবার ওই কনস্টেবলের শাস্তির দাবি জানিয়েও সরব হয়েছেন।

Advertisement
আরও পড়ুন