Odisha Cement Plant Accident

ওড়িশার সিমেন্ট কারখানায় লোহার কাঠামো ভেঙে বিপত্তি, বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা

ওড়িশার সুন্দরগড় জেলায় একটি সিমেন্ট কারখানায় লোহার কাঠামো ভেঙে বিপত্তি। ধ্বংসস্তূপের নীচে বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১১:৩১
দুর্ঘটনার পরে সিমেন্ট কারখানার সামনে উদ্ধারকারী দল। ওড়িশার সুন্দরগড়ে।

দুর্ঘটনার পরে সিমেন্ট কারখানার সামনে উদ্ধারকারী দল। ওড়িশার সুন্দরগড়ে। ছবি: সংগৃহীত।

ওড়িশার সুন্দরগড় জেলায় একটি সিমেন্ট কারখানায় লোহার কাঠামো ভেঙে বিপত্তি। ধ্বংসস্তূপের নীচে বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। গিয়েছে উদ্ধারকারী দলও। রাত থেকেই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাতে ওড়িশার সুন্দরগড় জেলার রাজগাঙপুরে একটি সিমেন্ট কারখানায় লোহার কাঠামোটি ভেঙে পড়ে। ওই কাঠামো কয়লা উত্তোলনের কাজে ব্যবহৃত হয় বলে জানা গিয়েছ। এক পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুর্ঘটনার সময় কারখানায় কাজ করছিলেন প্রায় ১৫ জন শ্রমিক। যদিও ঠিক কত জন শ্রমিক চাপা পড়েছেন, তা পুলিশ বা কারখানা কর্তৃপক্ষ স্পষ্ট ভাবে জানাতে পারেননি।

সুন্দরগড়ের বিধায়ক রাজেন এক্কা জানিয়েছেন, কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওড়িশার স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন চার জন শ্রমিক। নিরাপদে উদ্ধার করা গিয়েছে সেই সময় কারখানায় থাকা ৬৪ জন শ্রমিককে। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে তদারকি করছেন ওড়িশা পুলিশের ডিআইজি, এসপি এবং মহকুমাশাসক। স্থানীয় বিধায়ক কারখানার ম্যানেজারকে গ্রেফতার করার দাবি তুলেছেন।

এই ঘটনা প্রসঙ্গে রাজগাঙপুর থানার আইসি মনোরঞ্জন প্রধান বলেন, “হঠাৎই লোহার কাঠামোটি ভেঙে পড়ে। ক্রেনের মাধ্যমে ধ্বংসস্তূপ সরানো হয়েছে। আপাতত হতাহতের খবর নেই। কিন্তু আমাদের আশঙ্কা, ওই কাঠামোর নীচে কাজ করা কয়েক জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছেন।”

Advertisement
আরও পড়ুন