Ankita Lokhande

বউয়ের খরচা অনেক, অভিযোগ অঙ্কিতার শাশুড়ির, পাল্টা তোপ দাগলেন সলমন!

‘বিগ বস্’-এর ঘর থেকে বেরোতেই অঙ্কিতার খরুচে স্বভাব, মেজাজ নিয়ে কথা বলেন তার শাশুড়ি। এ বার ভিকির মাকে পাল্টা জবাব দিলেন সলমন খান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ১৯:০৮
(বাঁ দিক থেকে) অঙ্কিতা লোখান্ডে, রঞ্জনা জৈন এবং সলমন খান।

(বাঁ দিক থেকে) অঙ্কিতা লোখান্ডে, রঞ্জনা জৈন এবং সলমন খান। ছবি: সংগৃহীত।

বছর তিনেক প্রেমের পর ২০২১ সালে ব্যবসায়ী ভিকি জৈনকে ঘটা করে বিয়ে করেছিলেন টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। সমাজমাধ্যমের পাতায় দেখা যেত তাঁদের সুখী গৃহকোণের ছবি। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আচমকা ভিকি-অঙ্কিতার সম্পর্কের তাল কাটল ‘বিগ বস্’-এর ঘরে ঢুকে। স্বামীকে সঙ্গে নিয়েই অঙ্কিতা প্রবেশ করেন এই হিন্দি রিয়্যালিটি শোয়ে। একে অপরের সঙ্গে ঝগড়া তো রয়েছেই, অন্যান্য প্রতিযোগীদের সামনে পরস্পরকে অপমান করতেও ছাড়েননি ভিকি ও অঙ্কিতা। এমনকি, তাঁদের বিবাহবিচ্ছেদের কথা উঠেছে বিভিন্ন সময়। ছেলে-বউমার এমন অশান্তি দেখে। ‘বিগ বস্’-এর ঘরে পা রাখেন অঙ্কিতার শাশুড়ি। নিজের ছেলের প্রতি অঙ্কিতার আচরণ মোটেই হালকা ভাবে নেননি তিনি। বরং পুত্রবধূ অঙ্কিতাকেই বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অঙ্কিতার সঙ্গে ছেলের বিয়েতে মত ছিল না ভিকির পরিবারের। এমনকি, অভিনেত্রীর শাশুড়ি ‘বিগ বস্’-এর ঘর থেকে বেরোতেই অভিনেত্রী পুত্রবধূর খরচ নিয়ে কথা বলেন। এ বার ভিকির মাকে পাল্টা জবাব দিলেন সলমন খান।

Advertisement

‘বিগ বস্‌’-এর ঘরে ‘মাস্টারমাইন্ড’-এর তকমা পেয়েছেন অভিনেত্রীর স্বামী। শোয়ে ঢোকার পর থেকেই অঙ্কিতার অভিযোগ, তাঁর স্বামী তাঁকে সময় দিচ্ছেন না। অঙ্কিতা বার বার অনুযোগ করেছেন, সকলের জন্য সময় থাকলেও অঙ্কিতাকে পাত্তা দিচ্ছেন না তাঁর স্বামী। দিন কয়েক আগে এই নিয়ে বাগ্‌বাতিণ্ডা চলাকালীন ভিকিকে লাথি দেখান অঙ্কিতা। তার পর থেকে অভিনেত্রীর উপর বেজায় রুষ্ট তাঁর শ্বশুরবাড়ি। সেখান থেকে শুরু তার পর অঙ্কিতাকে নিয়ে একের পর এক মন্তব্য করেছেন অভিনেত্রীর শাশুড়ি রঞ্জনা জৈন। এ বার অঙ্কিতাকে নিয়ে করা তাঁর শাশুড়ি মন্তব্যের জবাব ফিরিয়ে দিলেন সলমন। এই সপ্তাহের ‘উইকেন্ড কা ভার’ পর্বে এসেছিলেন ভিকির বউদি ও অঙ্কিতার মা-সহ অন্য প্রতিযোগীদের বাড়ির সদস্যেরা। ভিকির বউদির সামনেই প্রসঙ্গ তুলে সলমন বলেন, ‘‘ভিকির মা অঙ্কিতার খরচ নিয়ে কথা বলেছেন। কিন্তু আমার মনে হয় এটা ভিকির দায়িত্ব ওর যাবতীয় খরচ বহন করা। ওকে খুশি রাখা, ওর ভাল-মন্দ সবকিছুর। ভিকি যদি না করে, তা হলে কে করবে?’’

শুধু এখানেই থেমে যাননি সলমন। শেষে বলেন, ‘‘অঙ্কিতার থেকে বেশি নাটক তো মনে হয় অঙ্কিতার শাশুড়ি করছেন বলেই আমার মনে হচ্ছে।’’ যদিও অঙ্কিতার শাশুড়ি ‘বিগ বস্’-এর ঘর থেকে ঘুরে যাওয়ার পর বার বার স্বামীর কাছে ক্ষমা চেয়েছেন অঙ্কিতা। তবে শেষেমেশ অঙ্কিতা-ভিকি দাম্পত্যের ভবিষ্যৎ কী তা বলা কঠিন!

Advertisement
আরও পড়ুন