Viral Video

অসমে ছাত্রীদের হস্টেলের বাইরে বিশাল অজগর! ১০০ কেজির সাপ দেখে হইচই, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিশালাকার সাপটি এঁকেবেঁকে পাকা রাস্তার উপর দিয়ে চলছে। সাপটিকে দেখতে ভিড় জমে গিয়েছে। এমন সময় উদ্ধারকারীরা তাকে উদ্ধার করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৬

ছবি: এক্স থেকে নেওয়া।

অসমের শিলচর থেকে উদ্ধার হল প্রায় ১০০ কেজি ওজনের একটি বিশালাকার অজগর। ১৭ ফুট লম্বা ‘বার্মিজ় পাইথন’টি বরাক উপত্যকায় জনবসতিতে দেখতে পাওয়া সব থেকে বড় অজগর। সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টা নাগাদ অসম বিশ্ববিদ্যালয়ের শিলচর ক্যাম্পাসের ছাত্রীদের ১ নম্বর হোস্টেলের বাইরে সাপটিকে দেখা যায়। সঙ্গে সঙ্গে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর উদ্ধারকারীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিশালাকার সাপটি এঁকেবেঁকে পাকা রাস্তার উপর দিয়ে চলছে। সাপটিকে দেখতে ভিড় জমে গিয়েছে। এমন সময় উদ্ধারকারীরা তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন তাঁরা। অজগরটিকে উদ্ধার করে বড়াইল অভয়ারণ্যে ছেড়ে আসা হয় বলে খবর।

উদ্ধারকারীরা জানিয়েছেন, সাপটির বিশাল ওজনের কারণে তাকে উদ্ধারের সময় বেশ বেগ পেতে হয়েছিল তাঁদের। কিন্তু সবাই অতি সাবধানে সেটিকে উদ্ধার করে নিয়ে যান। উল্লেখ্য, ‘ওয়ার্ল্ড অফ ফ্যাক্টস’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা অজগরের ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। অনেকেই ভিডিয়োটি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন।

Advertisement
আরও পড়ুন