বিচ্ছেদের পরে স্বামীর থেকে একটি টাকাও নেননি সামান্থা। ছবি: সংগৃহীত।
শোভিতা ধুলিপালার সঙ্গে চারহাত এক করছেন নাগা চৈতন্য। শোনা যায়, প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই নাগার জীবনে শোভিতার প্রবেশ। ২০২১ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন নাগা ও সামান্থা। বিচ্ছেদের খবর নিজেরাই প্রকাশ করেছিলেন। বিচ্ছেদের পরে সামান্থাকে ২০০ কোটি টাকা খোরপোশ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন নাগা চৈতন্য। কিন্তু সেই সময় রাজি হননি অভিনেত্রী।
নিয়ম অনুযায়ী, সামান্থার নাকি ৫০ কোটি টাকা খোরপোশ পাওয়ার কথা ছিল। কিন্তু নাগা চৈতন্য তাঁকে ২০০ কোটি টাকা খোরপোশ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, সামান্থা নাকি একটা টাকাও নাগা চৈতন্যের থেকে নিতে রাজি হননি। সেই সূত্র বলেছিলেন, “সামান্থা খুবই ভেঙে পড়েছিলেন। ওঁর এই সম্পর্ক থেকে শুধু ভালবাসা ও সঙ্গ দরকার ছিল। কিন্তু এখন আর সম্পর্কটা নেই। তাই এই সম্পর্ক থেকে ওর আর কিছুর প্রয়োজনও নেই।”
২০১০-এ একটি ছবির সেট থেকে আলাপ ও প্রেম নাগা ও সামান্থার। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে ২০১৭-য় গোয়ায় বিয়ে করেছিলেন প্রাক্তন দম্পতি। জুটির বিচ্ছেদের পরে রোজের কাজও কঠিন হয়ে উঠেছিল সামান্থার জন্য। জানিয়েছিলেন অভিনেত্রীর সেই ঘনিষ্ঠ সূত্র। সেই সময় তিনি বলেছিলেন, “প্রতি দিন সকালে ঘুম থেকে ওঠার পরে কাজে যাওয়াই সামান্থার জন্য কঠিন হয়ে উঠেছে। ও খুব ভেঙে পড়েছে। কিন্তু সামান্থা চায় না, তাঁর ব্যক্তিগত জীবনের প্রভাব যেন কোনও ভাবেই কাজের উপর না পড়ে। তিনি বরাবরই একজন পেশাদার অভিনেত্রী।”
চলতি বছরের অগস্ট মাসে বাগ্দান সেরেছেন নাগা ও শোভিতা ধুলিপালা। বুধবার রাত ৮টা ১৫ মিনিটে তাঁদের বিয়ের লগ্ন। বিয়েতে উপস্থিত থাকছেন দক্ষিণী চলচ্চিত্র জগতের নামী তারকারা।