Kangana Ranaut

‘কিছু নেই, সেজেগুজে শুধু ঘুরে বেড়ানো!’ হঠাৎ দীপিকার সমালোচনায় কেন কঙ্গনা?

অনেক কাঠখড় পুড়িয়ে মুক্তি পেল কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’। এর মাঝে দীপিকাকে নিয়ে মন্তব্য অভিনেত্রীর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৮:৫৯
হঠাৎ দীপিকার উপর চটলেন কেন কঙ্গনা!

হঠাৎ দীপিকার উপর চটলেন কেন কঙ্গনা! ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে বলিউডে পরিচালক, প্রযোজকেরা কাজ করছেন না কঙ্গনা রনৌতের সঙ্গে। কিন্তু তাতে দমে যাননি অভিনেত্রী। নিজেই ছবির প্রযোজনা করছেন, নিজেই দায়িত্ব নিচ্ছেন পরিচালনার। ইতিমধ্যেই বেশ কিছু ছবি নিজের প্রযোজনায় করেছেন। পরিচালক হিসাবে মুক্তি পেয়েছে কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’। এ বার নিজের ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানালেন, কোন কোন পরিচালকের ছবি প্রত্যাখ্যান করেছেন তিনি। সে কথাই বলতে গিয়ে তুললেন দীপিকার পাড়ুকোনের প্রসঙ্গ।

Advertisement

২০১৮ সালে দীপিকা অভিনীত ‘পদ্মাবত’ ছবির প্রস্তাব পেয়েছিলেন কঙ্গনা। কিন্তু সঞ্জয় লীলা ভন্সালীর প্রস্তাব ফিরিয়ে দেন ছবির গল্প শোনার পরেই। এমনকি সঞ্জয় নিজেও জানিয়েছিলেন ছবিতে অভিনেত্রীর কাজ আয়নায় নায়ককে দেখা দেওয়া ও ঘুরে বেড়ানো। এমন চিত্রনাট্য শুনেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। কঙ্গনার কথায়, ‘‘এই ছবির প্রস্তাব দেন সঞ্জয় লীলা ভন্সালী। আমি তখন তাঁর কাছে চিত্রনাট্য চাই। উনি জানান, চিত্রনাট্য কাউকে দেন না। তবে চরিত্রটা নিয়ে বর্ণনা করেন, নায়িকার কাজ নায়কের কাছে নিজেকে আয়নায় ধরা দেওয়া ও ঘুরে বেড়ানো। ছবিটা মুক্তির পর যখন দেখলাম, একদম ঠিক! ছবিতে শুধু নায়িকা সেজেগুজে ঘুরে বেড়িয়েছেন, আর কিছু ছিলই না।’’ যদিও এই প্রসঙ্গে কঙ্গনার নিশানায় পরিচালকেরাই। বর্তমান সময়ে পরিচালকেরা তেমন জোরদার চরিত্র নাকি দেন না অভিনেত্রীদের।

Advertisement
আরও পড়ুন