Naga Chaitanya-Sobhita Dhulipala

প্রাক্তন স্বামী নাগাকে বিয়ে করছেন শোভিতা! এক সময় তাঁর জন্য কী করেছিলেন সামান্থা?

২০১৮ সাল। তখন নাগার সঙ্গে বৈবাহিক সম্পর্কে সামান্থা। সেই বছর শোভিতার ছবি ‘গুড়াচারী’ ছবির ঝলক প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন। সামান্থার হাত ধরেই হয়েছিল সেই ছবির ঝলকের উদ্বোধন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:০২
Once Sobhita Dhulipala praised actress Samantha Ruth Prabhu

এক সময়ে শোভিতার জন্য কী করেছিলেন সামান্থা? ছবি: সংগৃহীত।

এখন তাঁদের মধ্যে যোজন দূরত্ব। কোনও ভাবেই আর সখ্য সম্ভব নয়। মাঝখানে নাগা চৈতন্য অক্কিনেনি। কিন্তু একটা সময় সামান্থা রুথ প্রভুর প্রশংসা করেছিলেন শোভিতা ধুলিপালা। বুধবার নাগা ও শোভিতার বিয়ের ঠিক আগেই সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।

Advertisement

২০১৮ সাল। তখন নাগার সঙ্গে বৈবাহিক সম্পর্কে সামান্থা। সেই বছর শোভিতার ছবি ‘গুড়াচারী’ ছবির ঝলক প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন। সামান্থার হাত ধরেই হয়েছিল সেই ছবির ঝলকের উদ্বোধন। ছবির ঝলক দেখে পছন্দ হয়েছিল সামান্থার। ছবির প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছিলেন অভিনেত্রী। সামান্থা বলেছিলেন, “সকলকে দারুণ দেখতে লাগছে। ছবিটির ঝলক উদ্বোধন করতে পেরে খুব ভাল লাগছে।” নির্মাতাদের বলেছিলেন, “তোমাদের ছবির জন্য আমি শুভ (লাকি চার্ম)। প্রযোজকদের জন্য রইল শুভেচ্ছা।”

সামান্থার মন্তব্য নিয়ে মুখ খুলেছিলেন শোভিতাও। বলেছিলেন, সামান্থা খুবই বিনয়ী এবং ছবির ঝলকের উদ্বোধনে তাঁদের খুব সাহায্য করেছিলেন। সামান্থার মন্তব্য ও শোভিতার প্রতিক্রিয়া এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল হয়েছে।

আরও এক বার সামান্থার প্রশংসা করেছিলেন শোভিতা। ওয়েব সিরিজ় ‘নাইট ম্যানেজার ২’-এর প্রচারের সময়ে শোভিতাকে প্রশ্ন করা হয়েছিল দক্ষিণী অভিনেত্রীদের প্রসঙ্গে। শোভিতা জানিয়েছিলেন, সামান্থা এবং তাঁর অভিনয়ের সফর তাঁর পছন্দ। অভিনেত্রী হিসাবে সামান্থার অগ্রগতি ও আত্মবিশ্বাসও তাঁর পছন্দ বলে জানিয়েছিলেন। শোভিতা বলেছিলেন, “সামান্থার অভিনয়ের সফরটা দারুণ। যে ধরনের ছবি নির্বাচন করেন, সেটাই দেখার মতো।”

২০২১-এ নাগা চৈতন্যের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন সামান্থা। তার কিছু দিন পরেই গুঞ্জন রটে, শোভিতার সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা। অবশেষে বুধবার রাতে চার হাত এক করতে চলেছেন তারকা যুগল।

Advertisement
আরও পড়ুন