Vivek Oberoi

টানা ১৫ মাস হাতে কাজ ছিল না! কর্মহীন হয়ে বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল বিবেক ওবেরয়কে

পর পর বেশ কিছু ছবি সফল হওয়ার পরেও বলিউডে কাজের কোনও নিরাপত্তা নেই। প্রতি মুহূর্তে কাজ নিয়ে নিরাপত্তাহীনতা চেপে বসেছিল বিবেকের মাথায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১
Actor Vivek Oberoi revealed why he had to choose a plan B instead of career in Bollywood

দীর্ঘ দিন কর্মহীন থাকার পরে বড় সিদ্ধান্ত নেন বিবেক। ছবি: সংগৃহীত।

‘সাথিয়া’ ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকের। ‘ওমকারা’, ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’, ‘কোম্পানি’র মতো ছবিতেও অভিনয়ের জন্যও প্রশংসা পেয়েছিলেন। তার পরে হঠাৎই বলিপাড়া থেকে উধাও বিবেক ওবেরয়। টানা ১৪-১৫ মাস কর্মহীন ছিলেন তিনি। কিন্তু কেন একাধিক সফল ছবি থাকার পরেও এই পরিণতি হয়েছিল বিবেকের? এই নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা।

Advertisement

পর পর বেশ কিছু ছবি সফল হওয়ার পরেও বলিউডে কাজের কোনও নিরাপত্তা নেই। প্রতি মুহূর্ত কাজ নিয়ে নিরাপত্তাহীনতা চেপে বসেছিল বিবেকের মাথায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বললেন, “২২ বছরে ৬৭টি ছবিতে কাজ করেছি আমি। কিন্তু এই জগৎটায় নিরাপত্তার অভাব রয়েছে। হয়তো আপনি একের পর এক ভাল ছবি করছেন, পুরস্কার পাচ্ছেন, নিজের কাজ মন দিয়ে করছেন। কিন্তু তা-ও আপনি কাজ পাবেন না অন্য কোনও কারণে।”

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’। ছবির গান ‘গণপত’ও সাড়া ফেলেছিল সেই সময়। কিন্তু তার পরেও হাতে কোনও কাজ আসেনি বিবেকের। টানা ১৫ মাস প্রায় বেকার ছিলেন তিনি। অভিনেতার কথায়, “‘শুটআউট অ্যাট লোখন্ডাওয়ালা’ সফল হওয়ার পরে পুরস্কার পেয়েছিলাম। ভেবেছিলাম বহু কাজের প্রস্তাব পাব। কিন্তু একটাও কাজ পাইনি। ছবি সফল হওয়ার পরেও ১৪-১৫ মাস বাড়িতে বসেছিলাম।”

এর পরেই ২০০৯ সালে বিশেষ সিদ্ধান্ত নিতে বাধ্য হন বিবেক। বলিউডই রোজগারের একমাত্র পথ হয়ে থাকলে সমস্যায় পড়তে হতে পারে। তাই নিজের মতো করে ব্যবসায় মন দেওয়াই সমীচীন, এই উপলব্ধি হয় অভিনেতার। তিনি জানান, অভিনয় করতেই সবচেয়ে ভাল লাগে ঠিকই, কিন্তু দিনের শেষে আর্থিক নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। বিবেককে শেষ দেখা গিয়েছে মালয়ালম ছবি ‘কদুভা’-তে। তার আগে ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন