Rasha Thadani

কন্যাকে চড় মারতে পারেন! রাশাকে হুঁশিয়ারি দিয়েছেন রবীনা, নেপথ্যে কোন কারণ?

শুক্রবার বলিউড অভিষেক হল রবীনা-কন্যা রাশার। মাকে নিয়ে তিনি গর্বিত। মা কোন বিশেষ পরামর্শ দিলেন কন্যাকে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৯:১০
Rasha Thadani reveals her mother Raveena Tandon’s tips for Bollywood career

রাশা থাডানি এবং রবীনা ট্যান্ডন। ছবি: সংগৃহীত।

শুক্রবার মুক্তি পেয়েছে অজয় দেবগন প্রযোজিত ছবি ‘আজ়াদ’। এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ রবীনা টন্ডনের কন্যা রাশা থাডানির। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অজয় দেবগনের ভাইপো আমন দেবগন। সম্প্রতি, কেরিয়ার প্রসঙ্গে মায়ের দেওয়া পরামর্শ প্রকাশ্যে এনেছেন রাশা।

Advertisement

প্রথম ছবি মুক্তির আগে থেকেই রাশাকে ঘিরে অনুরাগীদের কৌতূহলের পারদ চড়েছে। কী মনে হয় তাঁর? প্রশ্নের উত্তরে রাশা জানান, মাটিতে পা রেখেই জীবনে এগিয়ে যেতে চান তিনি। আর এ ক্ষেত্রে তাঁর অনুপ্রেরণা শ্রদ্ধা কপূর। রাশা বলেন, ‘‘সমাজমাধ্যমে অগণিত অনুসরণকারী এবং সাফল্যের পরেও শ্রদ্ধা সাধারণ জীবনযাপন করেন। খুবই বিনয়ী। এমনকি তমন্না ভাটিয়াও সে রকমই।’’

রাশা জানিয়েছেন, ফিল্মি পরিবারের সদস্য বলেই, ছোট থেকে তাঁদের খুব অন্য ভাবে বড় করে তুলেছেন অভিভাবকেরা। তাঁকে সব সময় মাটিতে পা রেখেই চলতে শিখিয়েছেন রবীনা। রাশা বলেন, ‘‘যতই সাফল্য আসুক না কেন, মা আমাকে মাটিতে পা রেখেই চলার পরামর্শ দিয়েছেন। আর মা বলেছেন, ‘যদি কোনও দিন দেখি তুমি বাড়াবাড়ি করছ, তা হলে আমি তোমাকে চড় মারব। যদি দেখি তুমি আকাশে উড়ছ, তা হলে আমি গিয়ে তোমাকে পৃথিবীতে ফিরিয়ে আনব।’’’

Advertisement
আরও পড়ুন