কলকাতার এক বেসরকারি আইন কলেজের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় বসতে না পেরে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই হলফনামা চাইল হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
রাজ্যের বেসরকারি আইন কলেজগুলিতে নিয়ম মেনে রেজিস্ট্রেশন নবীকরণ হচ্ছে না। সেখান থেকে পাশ করে সমস্যায় পড়ছেন ছাত্র-ছাত্রীরা। এমতাবস্থায় ওই আইন কলেজগুলি নিয়ে বার কাউন্সিলের হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে বার কাউন্সিলকে হলফনামা জমা দিতে হবে। জানাতে হবে ওই কলেজগুলি কী ভাবে চলছে? সেগুলির উপর কী ভাবে নজরদারি চলছে? তাদের কী পরিকাঠামো রয়েছে?
কলকাতার এক বেসরকারি আইন কলেজের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় বসতে না পেরে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁদের বক্তব্য, বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে রেজিস্ট্রেশন নিয়ে ওই কলেজ চলছিল। ২০১৪ সালে রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যায়। ফলে রেজিস্ট্রেশন নবীকরণ না হওয়ার জন্য তাঁরা পরীক্ষায় বসতে পারছেন না। ওই কলেজ থেকে প্রাপ্ত ডিগ্রি অনেক ক্ষেত্রে বৈধতা পাচ্ছে না।
বিচারপতি সেনগুপ্তের মন্তব্য, ‘‘পর্যাপ্ত নজরদারি ছাড়া এত বছর ধরে রাজ্যের বেসরকারি আইন কলেজগুলি কী ভাবে চলছে? এই নিয়ে কী পদক্ষেপ করেছে বার কাউন্সিল?’’ তার পরেই আদালত বার কাউন্সিলের কাছে হলফনামা তলব করে।