Donald Trump

আমেরিকার মসনদে ট্রাম্প! ‘বিবেকামুন্নন’-এর স্মৃতিচারণ করলেন মীর-মৈনাক

২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর আপ্যায়নে কোনও খামতি রাখেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৮:৫৩
Mir and Mainak Banerjee shares a funny post on Donald Trump’s pronunciation

ডোনাল্ড ট্রাম্পের উচ্চারণ বিভ্রাট মনে করালেন মীর ও মৈনাক। ছবি: সংগৃহীত।

আমেরিকার হোয়াইট হাউসে ফের ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় বুধবার দুপুরের মধ্যেই জাদুসংখ্যা পার করে ফেলেছেন তিনি। তাই চার বছর পর ফের জয়ী হয়ে প্রেসিডেন্টের আসনে তিনি। ২০২০ সালে নির্বাচনে হেরে গিয়ে হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল তাঁকে। এ বার তিনি প্রত্যাবর্তনের পথে। আমেরিকার নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়েছিলেন গোটা বিশ্বের মানুষ। তাই ফলাফল প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। বাংলাতেও ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রাম্প চর্চা। কারণ বাঙালি এখনও ভোলেনি তাঁর মুখে স্বামী বিবেকানন্দের নামোচ্চারণ।

Advertisement

২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর আপ্যায়নে কোনও খামতি রাখেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ ভাবে সংবর্ধনা জানিয়েছিলেন ট্রাম্পকে। এর পর ভারতবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন ট্রাম্প। তখনই স্বামী বিবেকানন্দের নাম উচ্চারণ করতে গিয়ে জিভ জড়িয়ে গিয়েছিল তাঁর, ভারতবাসী শুনেছিল ‘বিবেকামুন্নন’-এর নাম। দেশের অন্যতম ‘অতিথি’-কে নিয়ে হাসিহাসিও হয়েছিল বিস্তর।

সেই স্মৃতিই আরও এক বার উস্কে দিলেন বাচিকশিল্পীও অভিনেতা মীর। ফের ভারতে নামের ভুল উচ্চারণ করলে রাগ করবেন বলেও খোঁচা দিয়েছেন তিনি। রসিকতা করেই তিনি লিখেছেন, “জিতেছেন ভাল কথা। কিন্তু ফের ভারতে এসে বিবেকামুন্নন বললে রাগ করব।” মীরের এই পোস্টে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে।

টলি পাড়ার আর এক অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়ও মজা করে ফেসবুকে লিখেছেন,“হাই বিবেকামুন্নন.. কী বলেন!”

তবে শুধু স্বামী বিবেকানন্দের নাম নয়। বেদ ও সচিন তেন্ডুলকরের নামও ভুল উচ্চারণ করেছিলেন তিনি। ইংরেজিতে চতুর্বেদকে ‘বেদাজ়’ বলতে গিয়ে তিনি বলেছিলেন ‘ভেস্টাস’। ক্রিকেট তারকার নাম উচ্চারণ করতে গিয়ে বলেছিলেন ‘সুচ্চিন তেন্ডুলকর’।

আরও পড়ুন
Advertisement