Akshay Kumar

‘মুখ দেখে নিরীহ মনে হলেও সম্পর্ক ছিল অজস্র মহিলার সঙ্গে’, অক্ষয়কে নিয়ে অকপট সহ-অভিনেত্রী

নব্বইয়ের দশকে অক্ষয়ের জীবনে নাকি প্রেমের অভাব ছিল না। বাস্তবেও না কি তিনি ছিলেন ‘খিলাড়ি কুমার’।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৫:৪২
Veteran actress Guddi Maruti revealed that Akshay Kumar had multiple girlfriends

অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।

অক্ষয় কুমারের অভিনয়ের সফর শুরু হয় ১৯৯১ সালে। বলিউডে ‘খিলাড়ি কুমার’ তকমা পেয়েছিলেন অভিনেতা। ব্যক্তিগত জীবনের জন্যও বার বার খবরে উঠে এসেছেন তিনি। এ বার বর্ষীয়ান অভিনেত্রী গুড্ডি মারুতি অক্ষয়ের জীবনের কিছু অজানা কথা প্রকাশ্যে আনলেন।

Advertisement

নব্বইয়ের দশকে অক্ষয়ের জীবনে না কি প্রেমের অভাব ছিল না! বাস্তবেও তিনি না কি ছিলেন ‘খিলাড়ি কুমার’। সেই সময়ে মহিলাদের মধ্যে বেশ সুখ্যাতি ছিল অক্ষয়ের। খিলাড়ি কুমারও নাকি অভিনেত্রীদের সঙ্গে রঙ্গ-রসিকতায় বেশ মেতে থাকতেন, জানিয়েছেন গুড্ডি মারুতি। ১৯৯১-এর ছবি ‘খিলাড়ি’-তে অভিনয় করেছিলেন গুড্ডিও।

বর্ষীয়ান অভিনেত্রীর বক্তব্য, সেই সময় নাকি একাধিক প্রেমিকা ছিলেন অক্ষয়ের। সেই প্রেমিকাদের মধ্যে ২-৩ জনকে ব্যক্তিগত ভাবে চিনতেন গুড্ডি মারুতি। যদিও তাঁদের নাম প্রকাশ্যে আনেননি তিনি। মোট কত জনের সঙ্গে সম্পর্কে ছিলেন, তা-ও বলতে রাজি হননি গুড্ডি। একাধিক প্রেমিকা থাকলেও, একই সময়ে তাঁদের সঙ্গে সম্পর্কে ছিলেন কি না তা-ও নিশ্চিত করে বলতে পারেননি। তবে, বর্ষীয়ান অভিনেত্রীর মানতে অসুবিধা নেই, অক্ষয় বহু মহিলার হৃদয় ভেঙেছিলেন। তাঁকে না কি অনেকেই ‘হার্টব্রেকার’ বলে ডাকতেন।

গুড্ডি বলেছেন, “অক্ষয় দু’একজনের বেশি মহিলারই মন ভেঙেছে বলেই মনে হয়। খুব সরল সিধেসাধা ভাব নিয়ে থাকত। মুখ দেখে মনে হত খুবই নিরীহ। কিন্তু পরে বহু গল্প, বহু কুৎসা শুনেছি।”

শোনা যায়, রবিনা টন্ডন, শিল্পা শেট্টি, প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফের সঙ্গে সম্পর্কে ছিলেন অক্ষয়। এমনকি রেখার সঙ্গেও নাম জড়িয়েছে তাঁর। ২০০১ সালে টুইঙ্কল খন্নাকে বিয়ে করেন অক্ষয়।

Advertisement
আরও পড়ুন