Aishwarya Rai Bachchan

বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝেও শুধু অভিষেকেই মন! স্বামীকে ভুলতে পারছেন না অভিনেত্রী?

অনুরাগীরা মনে করছেন, অভিষেককে হয়তো ভুলেই উঠতে পারছেন না ঐশ্বর্যা। আলাদা থাকলেও ফের সম্পর্ক জোড়া লাগার আশায় আছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৮:৪২
Aishwarya Rai Bachchan follows only Abhishek Bachchan on Instgram amid their divorce speculation d

বিচ্ছেদ জল্পনার মধ্যেও ঐশ্বর্যার জীবন জুড়ে শুধুই অভিষেক। ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরে জল্পনা অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। যদিও তাঁদের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। কিছু দিন আগেই ছিল ঐশ্বর্যার জন্মদিন। সে দিন বচ্চন পরিবারের তরফ থেকে ঐশ্বর্যার জন্য আসেনি কোনও শুভেচ্ছাবার্তা। অভিষেকের নীরবতাই বিচ্ছেদের জল্পনায় ঘৃতাহুতি দেয়। কিন্তু ঐশ্বর্যার জীবনে স্বামীর স্থান একটুও নড়েনি, দাবি নেটাগরিকের।

Advertisement

একটি বিষয় দেখে দম্পতির অনুরাগীরা মনে করছেন, অভিষেককে হয়তো ভুলেই উঠতে পারছেন না ঐশ্বর্যা। আলাদা থাকলেও ফের সম্পর্ক জোড়া লাগার আশায় আছেন তিনি। কী দেখে নেটাগরিকের এমন অনুমান? ঐশ্বর্যার ইনস্টাগ্রাম নজর কেড়েছে তাঁদের। অসংখ্য অনুসরণকারী রয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরীর। কিন্তু অভিনেত্রী মাত্র একজনকেই ইনস্টাগ্রামে অনুসরণ করেন। তিনি আর কেউ নন। বিবাহবিচ্ছেদের জল্পনায় বি-টাউন মেতে থাকলেও ইনস্টাগ্রামে এখনও অভিষেককেই শুধু অনুসরণ করেন ঐশ্বর্যা।

ঐশ্বর্যাকেও ইনস্টাগ্রামে অনুসরণ করেন অভিষেক। যদিও তিনি আরও অনেককেই অনুসরণ করেন। এই বিষয়টি চোখ এড়ায়নি নেটাগরিকের। জল্পনা তুঙ্গে উঠলেও, কোনও এক দিন ফের সংসার জোড়া লাগতে পারে, সেই আশায় রয়েছেন তাঁরাও।

অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর থেকে ঐশ্বর্যা-অভিষেকের জল্পনা ঘনীভূত হয়। গোটা পরিবার নিয়ে বিয়ের আসরে প্রবেশ করেছিলেন অভিষেক। ছিলেন না শুধু ঐশ্বর্যা ও আরাধ্যা। বেশ কিছু ক্ষণ পরে মা-মেয়ে হাতে হাত রেখে বিয়ের আসরে প্রবেশ করেন। তার পর থেকে একাধিক অনুষ্ঠানে শুধু মেয়ের সঙ্গেই দেখা যায় তাঁকে। সংসারে বনিবনার অভাবেই কি দাম্পত্যে চিড়? উঠছে প্রশ্ন। তবে গত কয়েক দিনে এও শোনা গিয়েছে, ‘দসভি’ ছবির সময়ে নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতাই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি করেছে।

Advertisement
আরও পড়ুন