AWAS YOJANA

আবাস প্রকল্পে নজর রাখতে পদক্ষেপ

প্রতিটি জেলায় উপভোক্তাদের সহায়তা দিতে নির্দিষ্ট কন্ট্রোল রুম এবং হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছে নবান্ন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৭
আবাস প্রকল্পে প্রতিটি জেলায় পঞ্চায়েতমন্ত্রীর উপস্থিতিতেও পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে।

আবাস প্রকল্পে প্রতিটি জেলায় পঞ্চায়েতমন্ত্রীর উপস্থিতিতেও পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। —প্রতীকী চিত্র।

আবাস প্রকল্পে প্রথম থেকেই পর্যাপ্ত নজরদারি রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। জেলা ভিত্তিক প্রশাসনিক কর্তাদের সে ব্যাপারে দেওয়া হয়েছে দায়িত্বও। এ বার প্রতিটি জেলায় পঞ্চায়েতমন্ত্রীর উপস্থিতিতেও পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে, প্রতিটি জেলায় উপভোক্তাদের সহায়তা দিতে নির্দিষ্ট কন্ট্রোল রুম এবং হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছে নবান্ন।

Advertisement

সামগ্রিক ভাবে প্রক্রিয়ার উপর জেলাশাসকের নজরদারি থাকলেও, জেলা প্রশাসনের বাকি অফিসারদেরও এ কাজে যুক্ত করা হয়েছে আগেই। উপভোক্তাদের তালিকা পুনর্যাচাই এবং টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার ঝাড়াই-বাছাইয়ের দায়িত্ব রয়েছে বিডিও, জেলা পরিষদের উপর। এখন টাকা দেওয়ার কাজ প্রায় শেষ লগ্নে। এই অবস্থায় প্রতিটি জেলায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখার কাজ শুরু করেছেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। তাঁর কথায়, “ইতিমধ্যেই মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় গিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি। বাকি সব জেলাতেও যাব। কোথাও থেকে কোনও ধরনের অভিযোগ পেলে প্রশাসন দ্রুত তা খতিয়ে দেখে পদক্ষেপ করবে, এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে।”

কেন এই তৎপরতা?

প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন, আবাসের আড়ালে উপভোক্তাদের থেকে টাকা তোলার অসাধু চেষ্টা ঠেকানোর বার্তা রয়েছে শুরু থেকে। টাকা পাঠানোর প্রক্রিয়া চলাকালীন কোনও উপভোক্তাকে নিয়ে অভিযোগ এলে সঙ্গে সঙ্গে তা থামিয়ে পদক্ষেপ করা হচ্ছে। এলাকার প্রভাবশালীদের গোটা প্রক্রিয়া থেকে দূরে রাখতে জেলাপ্রশাসনগুলিকে দায়িত্ব দিয়েছে নবান্ন। সামগ্রিক ব্যবস্থা নজরে রাখতে তাই ব্লকস্তরে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। চালু হয়েছে হেল্পলাইন।

Advertisement
আরও পড়ুন