Kiara Advani

Kiara Advani: ১৫ কোটির ফ্ল্যাট, দামি গাড়ি, সম্পত্তির তালিকা ক্রমেই লম্বা কিয়ারার!

ঝুলিতে একের পর এক হিট। কোটি টাকার সম্পত্তি। কিয়ারা সম্পত্তির পরিমাণ কত?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ২১:৪৯
কত কোটির মালিক কিয়ারা?

কত কোটির মালিক কিয়ারা?

এই মুহূর্তে বোধ হয় কেরিয়ারের সেরা সময়ে কিয়ারা আডবাণী। একের পর এক ছবি। বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছেন। ‘শেরশাহ’, ‘ভুলভুলাইয়া ২’-র সাফল্যের পরে আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘যুগ যুগ জিও’। জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সম্পত্তিও!

সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙেছেন অভিনেত্রী। এনেছেন বিপুল পরিবর্তন। এই কয়েক বছরে নায়িকার মোট সম্পত্তির পরিমাণ জানেন?

Advertisement

২০১৪-এ ‘ফুগলে’র হাত ধরে বলিপাড়ায় যাত্রা শুরু নায়িকার।তারপর ‘এম এস ধোনি’-তে কিয়ারার অভিনয় দর্শকের নজর কাড়ে। নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য লাস্ট স্টোরি’-তে অভিনেত্রী প্রশংসা আদায় করেছেন সব মহলেই। আর তাঁর হাত ধরেই এখন কোটি টাকার সম্পত্তির মালিক কিয়ারা।

ছবি পিছু ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন কিয়ারা। 'কবীর সিংহ' ছবির জন্য নিয়েছিলেন ৩ কোটি টাকা। আর বিজ্ঞাপনের ব্র্যান্ড পিছু নায়িকার পারিশ্রমিক ১ কোটি টাকা। ১৫ কোটি টাকা দিয়ে বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটও কিনে ফেলেছেন। রয়েছে দামি দামি গাড়ির সম্ভার। এই কয়েক বছরে বলিউডে যে নিজের জমি শক্ত করে ফেলেছেন নায়িকা, তা বোধ হয় বলা যেতেই পারে!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন