Actor

Villains of Serial: দেখতে মিষ্টি, কিন্তু বেজায় ‘দুষ্টু', টলিপাড়ায় দাপট এই খলনায়িকাদের

পর্দায় তাঁরা বেজায় দুষ্টু। রূপে বড়ই মিষ্টি। ভিলেন চরিত্রে কাজ নিয়ে কী বলছেন সেই অভিনেত্রীরা?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ২১:৪২
মিষ্টি মেয়ে যখন দুষ্টু

মিষ্টি মেয়ে যখন দুষ্টু

মিষ্টি মুখ। হাসলে চার পাশ আলো। কিন্তু মনের ভিতরটা যে বেজায় কালো! বাস্তবে নয়, ধারাবাহিকের পর্দায়। দর্শকেরা কেউ রেগে লাল। কারও আবার এই দুষ্টুমিই বেশ লাগে। নিজেদের এমন দুষ্টু চরিত্র নিয়ে কী বলছেন ইন্ডাস্ট্রির মিষ্টি খলনায়িকারা?

তন্বী লাহা রায়

Advertisement

এই মুহূর্তে ‘মিঠাই’ ধারাবাহিকে তিনিই 'তোর্সা'। তন্বীর কথায়, “খলনায়িকার চরিত্রে অনেক রকম স্তর আছে। যেটা আমাকে খুব টানে। তবে এই চরিত্র করতে গিয়ে অনেক ভালবাসাও পেয়েছি।”

সৃজনী মিত্র

‘সোনা রোদের গান’ ধারাবাহিকে ‘শ্রেয়া’ চরিত্রে কাজ করছেন। বললেন, "আমার কিন্তু বরাবরই খলনায়িকাদের পছন্দ। তাই ভালই লাগে এমন চরিত্রে অভিনয় করতে।“

আয়েন্দ্রী রায়

‘আলতা ফড়িং’ ধারাবাহিকে তিনি ‘পৌষালী’। আয়েন্দ্রীর কথায়, “আমাকে ছোট থেকেই ভিলেনরা টানে। দুষ্টু চরিত্রের মজাই আলাদা!”

দেবলীনা কুমার

টলিপাড়ার নতুন খলনায়িকা। ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে এমন চরিত্রে হাতেখড়ি হতে চলেছে। তাঁর কথায়, “এই চরিত্রটা এক অভিনেত্রীরই। তাই আমি আরও বেশি উত্তেজিত।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন