Bobby Deol

Bobby Deol: পোশাকে রংমিলন্তি, খোলা চিঠি, ছেলের জন্মদিনে আবেগে ভাসলেন ববি

ছেলে আর্য্যমানের জন্মদিন ছিল বৃহস্পতিবার। বাবার আনন্দ কি বাঁধ মানে! ছেলের মতো পোশাকে সাজলেন ববি দেওলও।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ২০:১২
 ছেলের সঙ্গে ববি দেওল

ছেলের সঙ্গে ববি দেওল

ঝুলিতে একগুচ্ছ ছবি৷ দিনে দিনে অভিনেতার জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে ! আপাতত ‘আশ্রম ৩’-তে তাঁর অভিনয়ে বুঁদ দর্শক মহল। ববি দেওলকে যেন নতুন ভাবে পাওয়া। পর্দার একনিষ্ঠ অভিনেতা কিন্তু পরিবারকেও আঁকড়ে থাকেন, আগলে রাখেন সমানতালে। তার প্রমাণ আরও এক বার পেলেন অনুরাগীরা।

বৃহস্পতিবার ছেলে আর্যমানের জন্মদিন। ২১-এ পা রেখেছেন ববি-তনয়। সেই বিশেষ দিনে বাবার বিশেষ উপহার। ছেলেকে খোলা চিঠি লিখলেন ববি। পরলেন রংমিলন্তি পোশাক। আর্যমানকে ববি লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার অ্যাঞ্জেল।’ শুধু বাবা নন, নাতিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ঠাকুর্দা ধর্মেন্দ্রও। নাতিকে প্রাণভরে আশীর্বাদ করেছেন বর্ষীয়ান অভিনেতা৷

Advertisement

কিছু দিন আগেই মুম্বইয়ের সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ববি জানিয়েছিলেন, জীবনে পড়াশোনা খুব জরুরি। সিনেমা জগতে পা রাখার আগে ঝুলিতে ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। ছেলেকেও সে ভাবেই বড় করেছেন ‘সোলজার’-এর নায়ক। ব্যবসা-বাণিজ্য নিয়ে পড়াশোনা করছেন ববি-পুত্র আর্যমান।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন