WBSEDCL Recruitment 2025

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় কর্মখালি, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

পদের উপর নির্ভর করে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৯,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৭:২৬
WBSEDCL

ডাব্লিউবিএসইডিসিএল। সংগৃহীত ছবি।

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (ডাব্লিউবিএসইডিসিএল)-য় কাজের সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। তা অনুযায়ী, সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে কাজের সুযোগ পাবেন নিযুক্তরা। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যে প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার থেকে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে স্পেশ্যাল অফিসার (এস অ্যান্ড এলপি), সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, সিকিউরিটি সুপারভাইজ়ার এবং স্পেশ্যাল অফিসার (ল্যান্ড) পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৫। সমস্ত পদে অস্থায়ী ভাবে এবং চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পরে তাঁদের কাজ এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। কলকাতার বিদ্যুৎ ভবন ছাড়াও নিযুক্তদের পোস্টিং হবে হুগলি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মালদহ-সহ রাজ্যের অন্যান্য অঞ্চলে।

বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৬২ বছর হতে হবে। পদের উপর নির্ভর করে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৯,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত।

সাব-ইনস্পেক্টর পদ থেকে অবসরপ্রাপ্ত আধিকারিকরা অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদে আবেদন করতে পারবেন। অন্যান্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

স্পেশ্যাল অফিসার ল্যান্ড পদে আবেদনের জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৪ তারিখ আবেদনের শেষ দিন। বাকি পদগুলির ক্ষেত্রে আলাদা ভাবে আবেদন জানাতে হবে না। এর পরে সমস্ত পদেই নিয়োগের জন্য ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। স্পেশ্যাল অফিসার ল্যান্ড পদে ইন্টারভিউয়ের দিনক্ষণ জানানো হয়নি। অন্য দিকে, বাকি পদগুলির ক্ষেত্রে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ২১ জানুয়ারি সকাল ১০টা থেকে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন