SBI Recruitment 2025

ইতিহাসে স্নাতকোত্তর? এসবিআইয়ের কলকাতা শাখায় রয়েছে চাকরির সুযোগ

নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪২
SBI

এসবিআই। সংগৃহীত ছবি।

এ বার ইতিহাসে উচ্চশিক্ষিতদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। সম্প্রতি এ সম্পর্কিত একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। বলা হয়েছে, ব্যাঙ্কের কলকাতা শাখার জন্য এই নিয়োগ হবে স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার স্কেলে। আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

ব্যাঙ্কে এই নিয়োগ হবে ডেপুটি ম্যানেজার (আর্কাইভিস্ট) পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তিকে প্রথমে কলকাতায় পোস্টিং দেওয়া হলেও পরবর্তীকালে দেশের অন্যান্য অঞ্চলে স্থানান্তরিত করা হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৭ থেকে ৩৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা।

উল্লিখিত পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইতিহাসে ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। স্পেশালাইজ়েশন থাকতে হবে আধুনিক ভারতীয় ইতিহাসে। পাশাপাশি প্রয়োজন আর্কাইভাল স্টাডিজ় বা রেকর্ড ম্যানেজমেন্ট বা সমতুল বিষয়ে পিজি ডিপ্লোমা/ ডিপ্লোমা/ ব্যাচেলর্স ডিগ্রি এবং কোনও কেন্দ্র বা রাজ্য সরকারি/ শিল্প সংস্থা/ ব্যাঙ্ক ও ফিন্যান্সিয়াল সংস্থার আর্কাইভে আর্কাইভাল প্রফেশনাল পদে কাজের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্যান্য মাপকাঠি।

আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে আবেদনমূল্য বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। আবেদনমূল্যে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা। আগামী ২৩ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন