Mohun Bagan vs East Bengal

অনুশীলনে চোট পেলেন অনিরুদ্ধ থাপা, ডার্বিতে অনিশ্চিত, তিন দিন আগে ধাক্কা মোহনবাগানের

আগামী ১১ জানুয়ারি কলকাতা ডার্বি। তার আগে ধাক্কা খেল মোহনবাগান। বুধবার অনুশীলনে চোট পেলেন অনিরুদ্ধ থাপা। সেই চোট এতটাই গুরুতর যে ডার্বিতে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৭:২৬
football

অনিরুদ্ধ থাপা। — ফাইল চিত্র।

আগামী ১১ জানুয়ারি কলকাতা ডার্বি। তার আগে ধাক্কা খেল মোহনবাগান। বুধবার অনুশীলনে চোট পেলেন অনিরুদ্ধ থাপা। সেই চোট এতটাই গুরুতর যে, ডার্বিতে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। ফলে চিন্তার ভাঁজ পড়েছে কোচ হোসে মোলিনার কপালে।

Advertisement

বুধবার যুবভারতীয় ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন ছিল মোহনবাগানের। সিচুয়েশন প্র্যাকটিসের সময় সৌরভ ভানওয়ালার সঙ্গে খারাপ সংঘর্ষ হয় অনিরুদ্ধের। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আর মাঠে থাকতে পারেননি। বেরোনোর সময় ভালমতো খোঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। পায়ে কোনও ব্যান্ডেজ়‌ বা কিছু বাঁধা ছিল না ঠিকই, তবে পা মাটিতে ভাল ভাবে ফেলতে পারছিলেন না। ঘষে ঘষে হাঁটছিলেন। মনবীর সিংহ তাঁকে ধরে গাড়িতে তুলে দেন। বেরোনোর সময় মোলিনার মুখও থমথমে ছিল।

অনিরুদ্ধের চোট নিয়ে কেউই কিছু বলতে রাজি হননি। তবে বুধবারই তাঁর এমআরআই হওয়ার কথা রয়েছে। সেখানেই বোঝা যাবে চোট কতটা গুরুতর। অনিরুদ্ধ ছিটকে গেলে মোলিনার পরিকল্পনাই বদলে যাবে। তাই এ দিন সাহাল সামাদকে মাঝমাঠের জন্য তৈরি রাখলেন তিনি। আগের দিন মনবীরের জায়গায় রাইট উইংয়ে খেলেছিলেন সাহাল। ডার্বিতেও তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হতে পারে।

এ দিকে, অনূর্ধ্ব-১৭ লিগে একই দিনে জিতল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ইস্টবেঙ্গল ৩-২ গোলে হারিয়েছে মহমেডানকে। লাল-হলুদের হয়ে জোড়া গোল শেখর সর্দারের। একটি গোল দেবব্রত রায় চৌধুরীর। মহমেডানের দু’টি গোল ডিমগেল এবং আখম মহেশ সিংহের। কিপগেনের একমাত্র গোলে মোহনবাগান ১-০ হারিয়েছে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিকে।

Advertisement
আরও পড়ুন