ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)। সংগৃহীত ছবি।
কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এমনটা জানিয়ে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থার ম্যানেজমেন্ট এগজ়িকিউটিভ (এমই) পদে কর্মী নিয়োগ হবে। মোট শূন্যপদ ছ’টি। যা পরিবর্তন সাপেক্ষ। সংশ্লিষ্ট পদে আগামী দু’বছরের জন্য কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১,৫০,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।
সংস্থার বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য আবেদনকারীদের জন্য পৃথক যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে। তবে প্রতি ক্ষেত্রের জন্যই এমবিএ ডিগ্রি থাকা জরুরি। পাশাপাশি প্রয়োজন সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাও।
আগ্রহীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারেন। আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। আগামী ১৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর বাছাই প্রার্থীদের টেকনিক্যাল নলেজ অ্যাসেসমেন্ট বা প্রযুক্তিগত জ্ঞানের পরীক্ষা, ইন্টারভিউ-সহ অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।