বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সংগৃহীত ছবি।
পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কাজের সুযোগ। সেই মর্মে সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালের একটি বিভাগের জন্য এই নিয়োগ। কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগে থেকে আবেদন জানাতে হবে না প্রার্থীদের।
হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগে ইনফেকশন কন্ট্রোল নার্স পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে নিযুক্তকে ‘ন্যাশনাল প্রোগ্রাম অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেনমেন্ট’ প্রকল্পে কাজ করতে হবে। প্রাথমিক ভাবে এই পদে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজ এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
উল্লিখিত পদে আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, সরকারি বা বেসরকারি হাসপাতালে ন্যূনতম দু’বছর কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।
হাসপাতালে আগামী ১০ জানুয়ারি নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ চলবে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি সঙ্গে নিয়ে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে পৌঁছে যেতে হবে। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।