এসবিআই। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজের সুযোগ। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে কর্মী নিয়োগ করা হবে। রয়েছে একাধিক শূন্যপদ। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া সদ্য শুরু করা হয়েছে।
ব্যাঙ্কে নিয়োগ হবে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টোমার সাপোর্ট অ্যান্ড সেলস)পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৩, ৭৩৫। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিযুক্তদের প্রথমে ছ’মাস ‘প্রবেশন’-এ রাখা হবে। তাঁদের কর্মস্থল হবে কলকাতা, মুম্বই, নয়া দিল্লি, পটনা, চেন্নাই-সহ দেশের অন্যান্য শহরে।
জুনিয়র অ্যাসোসিয়েট পদে আবেদনের বয়সসীমা ধার্য করা হয়েছে ২০ থেকে ২৮ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ২৪,০৫০-৬৪,৪৮০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।
সংশ্লিষ্ট পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। যাঁদের ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি (আইডিডি) রয়েছে, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন। তবে স্থানীয় ভাষায় পারদর্শিতা থাকাও জরুরি।
উল্লিখিত পদের জন্য প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, নথি যাচাইকরণ এবং স্থানীয় ভাষায় দক্ষতা পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষা হবে অনলাইনে। দেশের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ পরীক্ষার আয়োজন করা হবে।
আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহযোগে সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৭৫০ টাকা। আবেদনমূল্যে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা। আগামী ৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।