কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
মাইক্রোবায়োলজি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-’২৫ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি-তে ভর্তির আয়োজন করা হচ্ছে। আগ্রহীরা অফলাইনে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বালিগঞ্জ সার্কুলার রোডে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। মাইক্রোবায়োলজিতে পিএইচডি-র জন্য মোট শূন্য আসন রয়েছে সাতটি। এর মধ্যে সরকার এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে কিছু আসন সংরক্ষিত রাখা হবে।
পিএইচডিতে আবেদনকারীদের কলকাতা বা অন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজিক্যাল সায়েন্সের যে কোনও শাখায় স্নাতকোত্তর হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের এমএসসি (এগ্রিকালচার) উত্তীর্ণ হতে হবে ৫০ শতাংশ নম্বর নিয়ে।
পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা (রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট) এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে ১০০ নম্বর। যাঁরা নেট/ সেট/ স্লেট/ গেট-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ বা যাঁদের এমফিল ডিগ্রি রয়েছে, তাঁদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি সংশ্লিষ্ট বিভাগে গিয়ে জমা দিতে হবে। আগামী ২৭ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পরে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ৩ জানুয়ারি এবং ১০ জানুয়ারি। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।