এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-য় কর্মী প্রয়োজন। দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সম্প্রতি এই মর্মে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার বিভিন্ন এয়ারপোর্ট বা প্রতিষ্ঠানে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে।
সংস্থায় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) পদে এই নিয়োগ। মোট শূন্যপদের সংখ্যা ৮৯। নিযুক্তদের দেশের বিভিন্ন অঞ্চলে পোস্টিং দেওয়া হতে পারে। তবে সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের বাসিন্দা হতে হবে।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) পদে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৩১,০০০-৯২,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরে মেকানিক্যাল/ অটোমোবাইল/ ফায়ার-এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। যাঁরা দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন। তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স এবং শারীরিক সক্ষমতা সংক্রান্ত যোগ্যতার মাপকাঠিও স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা ছাড়া বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ২৮ জানুয়ারি। এর পরে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি), নথি যাচাইকরণ, মেডিক্যাল পরীক্ষা, ড্রাইভিং পরীক্ষা এবং ফিজ়িক্যাল এনডিয়োরেন্স টেস্ট বা শারীরিক সহনশীলতার পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে সবিস্তার জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।