SBI Recruitment 2024

কলকাতা-সহ অন্যত্র কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, শূন্যপদ ২৫টি

পদ অনুযায়ী, নিযুক্তদের সর্বোচ্চ বার্ষিক বেতন হবে ১৩ লক্ষ ৫ হাজার টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৮:৪৪
SBI

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। সংগৃহীত ছবি।

চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। সম্প্রতি এই মর্মে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগ করা হবে কর্মীদের। ব্যাঙ্কে বিভিন্ন উচ্চ পদে কাজের সুযোগ পাবেন তাঁরা। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

ব্যাঙ্কে হেড (প্রোডাক্ট, ইনভেস্টমেন্ট অ্যান্ড রিসার্চ), জ়োনাল হেড, রিজিওনাল হেড, রিলেশনশিপ ম্যানেজার-টিম লিড এবং সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২৫। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে পাঁচ বছর। যা শর্তসাপেক্ষে আরও চার বছর বাড়ানো হতে পারে। তাঁদের পোস্টিং হবে কলকাতা, মুম্বই, নয়া দিল্লি, চেন্নাই-সহ দেশের অন্যান্য স্থানে।

রিলেশনশিপ ম্যানেজার-টিম লিড এবং সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড) পদে আবেদনের বয়ঃসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ২৮-৪২ বছর এবং ৩০-৪৫ বছর। অন্য দিকে, বাকি পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদ অনুযায়ী, নিযুক্তদের সর্বোচ্চ বার্ষিক বেতন হবে ১৩ লক্ষ ৫ হাজার টাকা।

হেড (প্রোডাক্ট, ইনভেস্টমেন্ট অ্যান্ড রিসার্চ) পদের জন্য প্রার্থীদের কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। পাশাপাশি প্রয়োজন ১২ বছরের পেশাদারি অভিজ্ঞতাও। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্যান্য মাপকাঠি।

নিয়োগের জন্য ইন্টারভিউ রাউন্ডের মাধ্যমে বাছাই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। আবেদন জানাতে আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে আবেদনমূল্য বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। আবেদনমূল্যে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা। এর পর সমস্ত প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করতে হবে। আগামী ১২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন