Novak Djokovic

ম্যাচ ছাড়ায় বিদ্রুপ! ‘বিশেষজ্ঞদের’ জন্য চোটের প্রমাণ দিলেন জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে প্রথম সেটের পরেই ম্যাচ ছেড়ে দেন নোভাক জোকোভিচ। তার জন্য বিদ্রুপের মুখে পড়তে হয় তাঁকে। এ বার তার জবাব জিলেন জোকোভিচ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১২:৫৫
tennis

নোভাক জোকোভিচ। ছবি: রয়টার্স।

অনেক চেষ্টা করেও পারেননি। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে আলেকজ়ান্ডার জ়েরেভের বিরুদ্ধে প্রথম সেটের পরেই ম্যাচ ছেড়ে দেন নোভাক জোকোভিচ। তার জন্য বিদ্রুপের মুখে পড়তে হয় তাঁকে। এ বার তার জবাব জিলেন জোকোভিচ। তাঁর চোট কতটা গুরুতর তার প্রমাণ দিলেন তিনি।

Advertisement

মেলবোর্নে চোটের স্ক্যান হয়েছে জোকোভিচের। সেই স্ক্যানের রিপোর্ট সমাজমাধ্যমে প্রকাশ করেছেন টেনিস তারকা। সেখানে দেখা যাচ্ছে, জোকোভিচের উরুর কাছে বেশ খানিকটা জায়গা কালো হয়ে রয়েছে। বোঝা যাচ্ছে, সেখানে ভাল চোট লেগেছে। সেই ছবি দিয়ে ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক লেখেন, “ভাবলাম যে চোট-বিশেষজ্ঞেরা বসে আছেন তাঁদের জন্য এই রিপোর্টটা দেওয়া উচিত।” জোকোভিচ বুঝিয়ে দিয়েছেন, বাধ্য হয়ে ম্যাচ ছেড়েছেন তিনি। যাঁরা তাঁকে বিদ্রুপ করেছেন, তাঁদের ব্যবহার ভাল ভাবে নেননি তিনি।

সেমিফাইনালে নামার আগে অনুশীলনই করেননি জোকোভিচ। ম্যাচে নেমে বাঁ পায়ের পেশিতে এতটাই টান ধরে যে, তাঁর মতো শারীরিক ভাবে শক্তিশালী ক্রীড়াবিদও ম্যাচ ছাড়তে বাধ্য হয়েছেন। ম্যাচের পর জোকোভিচ জানান, পেশি ছিঁড়েছে বলেই ম্যাচ ছাড়তে হয়েছে তাঁকে। তিনি বলেন, “আলকারাজ়‌ ম্যাচের পর থেকে একটা বলও র‌্যাকেট দিয়ে মারিনি। ম্যাচের এক ঘণ্টা আগে প্রথম বার শট খেললাম। পেশির চোট নিয়ন্ত্রণ করার জন্য যা করা সম্ভব সেটাই করেছি। ওষুধ খেয়েছি। পায়ে স্ট্র্যাপ বেঁধে খেলার চেষ্টা করেছি। ফিজ়িয়ো অনেক পরিশ্রম করে আজ আমাকে কোর্টে নামতে সাহায্য করেছেন। তবে প্রথম সেটের শেষের দিকে আরও বেশি ব্যথা হতে শুরু করে। সেটা নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব ছিল না। ম্যাচ ছেড়ে দেওয়াটা দুর্ভাগ্যজনক। তবে আমি চেষ্টা করেছিলাম।”

কার্লোস আলকারাজ়ের বিরুদ্ধে ম্যাচেই বাঁ পায়ে চোট পেয়েছিলেন জোকোভিচ। সেই চোট যাতে না বাড়ে তার জন্য অনুশীলন করেননি। তাতেও শেষরক্ষা হয়নি। জোকোভিচের কথায়, “চোটের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, প্রথম সেট জিততে পারলেও আমার সামনে পাহাড়প্রমাণ লড়াই অপেক্ষা করে রয়েছে।”

মাত্র এক ঘণ্টা ২১ মিনিট এবং এক সেটেই সেমিফাইনাল ম্যাচ শেষ হয়ে যাওয়ায় খুশি হননি রড লেভার এরিনার কিছু দর্শক। জোকোভিচের উদ্দেশে ব্যাঙ্গাত্মক শিস দেওয়া হয়। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে সার্বিয়ান খেলোয়াড়ের পাশে দাঁড়ান জ়েরেভ। বলেন, “চোট পেয়ে বেরিয়ে যাওয়া কোনও খেলোয়াড়কে দয়া করে এ ভাবে বিদ্রুপ করবেন না। আমি জানি সবাই দাম দিয়ে টিকিট কেটেছেন। সবাই পাঁচ সেটের দারুণ লড়াই দেখতে চেয়েছিলেন। তবে আমাদের বুঝতে হবে, জোকোভিচ এই খেলাটার জন্য গত ২০ বছর ধরে নিজের সর্বস্ব দিয়েছে। কুঁচকির চোট, হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও এই প্রতিযোগিতায় জিতেছে। যদি ও চোটের জন্য খেলতে না পারে, তা হলে সেটাকে সম্মান করতেই হবে।”

তিনি আরও বলেন, “গত বছর মানসিক ভাবে বিপর্যস্ত থাকার সময় জোকোভিচের সঙ্গে কথা বলে চাঙ্গা হয়েছিলাম। আমি নিজেও চাইছিলাম ম্যাচটা পাঁচ সেটে গড়াক। জোকোভিচ এই প্রতিযোগিতা ১০ বার জিতেছে। আজ টাইব্রেকারের সময়েই বুঝেছিলাম ওর কষ্ট হচ্ছে। ফাইনালে উঠে খুশি ঠিকই। তবে জোকোভিচের জন্য চিন্তিত। ও টেনিস সার্কিটে আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। জোকোভিচের চেয়ে বেশি সম্মান আর কাউকে করি না।”

Advertisement
আরও পড়ুন