কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
সমাজবিজ্ঞানের পড়ুয়াদের জন্য গবেষণার কাজের সুযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের একটি সেন্টারে গবেষণার জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আর্বান ইকোনমিক স্টাডিজ়ে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটিতে আর্বান ইকোনমিক্স বা নগর অর্থনীতি নিয়ে কাজ হবে বলে জানানো হলেও প্রকল্পটির নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে। এই সময়ে রাজ্য সরকারের নির্ধারিত নিয়ম মেনেই নিযুক্তদের ফেলোশিপ দেওয়া হবে।
প্রকল্পে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমা নির্ধারণ করা হয়নি। তাঁদের অর্থনীতি/ ভূগোল/ সমাজবিজ্ঞানের অন্য কোনও বিষয়ে এমএ বা এমএসসি থাকতে হবে। পাশাপাশি উত্তীর্ণ হতে হবে নেট বা সেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতেও।
আগ্রহীদের এর জন্য আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২০ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।