এমস কল্যাণী। সংগৃহীত ছবি।
কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ অস্থায়ী ভাবে গবেষক নিয়োগ করা হবে। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে কেন্দ্রের অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। যার জন্য নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘গাট-ব্রেন-মাইক্রোবায়োম ইন্টার্যাকশন: মডিউলেশন অফ দ্য গাট মাইক্রোবায়োম বাই ফিকাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্ল্যান্টেশন (এফএমটি) ইন পেশেন্টস অফ ফাংশানাল বাওয়াল ডিসঅর্ডার উইথ সাইকিয়াট্রিক কোমরবিডিটি’। প্রকল্পটি কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (নন মেডিক্যাল) পদে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পরে তাঁর কাজ এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তিকে সাম্মানিক বাবদ মাসে ৭১, ১২০ টাকা দেওয়া হবে।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীবনবিজ্ঞান/ মাইক্রোবায়োলজি/ মলিউকিউলার বায়োলজি/ বায়োটেকনোলজি/ জ়ুলজি/ ফিজ়িয়োলজি বা অন্য কোনও সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তরে প্রথম শ্রেণি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৬ এপ্রিল। এর পর প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে লিখিত পরীক্ষা/ অ্যাপ্টিটিউড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। পরীক্ষা ও ইন্টারভিউ হবে ১২ এপ্রিল। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।