ছেলে অমালের মানসিক স্থিতি নিয়ে মুখ খুললেন বাবা ডাবু। ছবি: সংগৃহীত।
মাত্র ১০ বছরের সঙ্গীত জীবন। এই সময়ের মধ্যে সুরকার অমাল মালিককে সফলই বলা যায়। প্রায় ১২৬টির উপর গান রয়েছে তাঁর ঝুলিতে। অধিকাংশই সফল। কিন্তু সবটাই আনন্দের নয়!
বৃহস্পতিবার নিজের মানসিক যন্ত্রণার কথা জানান অমাল। দাবি, তাঁর মানসিক শান্তি নষ্ট হয়ে গিয়েছে। তিনি বিপর্যস্ত, ক্লান্ত এবং এ জন্য দায়ী বাবা-মা। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি অবসাদগ্রস্ত। ছোটবেলা থেকে ভাই আরমানের সঙ্গে চলেছে তুলনা। কথায় কথায় মা-বাবার খোঁটা শুনতে হয়েছে অমালকে। সত্যিই কি এমনটা ঘটেছে ছেলের সঙ্গে? মুখ খুললেন বাবা ডাবু মালিক।
পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছেন অমাল। ভাই আরমান মালিকের সঙ্গে দূরত্ব বেড়েছে বাবা-মায়ের কারণে। অমাল ইনস্টাগ্রামে ক্ষোভ উগড়ে লেখেন, ‘‘আজ আমি যেখানে এসে পৌঁছেছি, তার পর আমার যন্ত্রণার কথা না-বলে আর চুপ করে থাকতে পারছি না। আমার দিন রাত এক করে অন্যের জীবনের নিরাপত্তার কথা ভেবেছি, তবু বলা হয়েছে আমি কিছুই পারি না আমার অভিভাবকদের কার্যকলাপের কারণেই আমরা দুই ভাই পরস্পরের থেকে আলাদা হয়ে গিয়েছি।” বাবা-মা নাকি তাঁকে দিনের পর দিন অপদস্থ করার চেষ্টা করে গিয়েছেন। অমালের মা জ্যোতি অবশ্য ছেলের এ ধরনের কথায় পাত্তা দিতে নারাজ। অসন্তোষ প্রকাশ করেছেন কেন ছেলে পরিবারের কথা প্রকাশ্যে আনলেন।
বাবা ডাবু অবশ্য কোনও অসন্তোষ প্রকাশ করেননি। তিনি বরং অমালের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে লেখেন, ‘‘তোমাকে ভালবাসি।’’ আর তার পরই ভরসা হয়ে এগিয়ে আসেন সোনু নিগম। গায়ক লেখেন, ‘‘সব ঠিক আছে। বাকিটাও ঠিক হয়ে যাবে।’’