ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
কেন্দ্রের অর্থপুষ্ট প্রকল্পে কর্মী প্রয়োজন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর) কলকাতায় নেওয়া হবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। নিযুক্ত ব্যক্তিকে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি (ডিবিটি)-র অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে আবেদনকারীদের হনুমান, পথকুকুর নিয়ে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকা প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তিকে প্রয়োজনে রাতেও কাজ করতে হবে।
ছ’মাস থেকে ১০ মাস পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজে বহাল রাখা হবে। বাংলা, ইংরেজি এবং হিন্দিতে সাবলীল হওয়া প্রয়োজন। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। নিযুক্ত ব্যক্তির প্রতি মাসের পারিশ্রমিক হবে ১০ হাজার টাকা।
আগ্রহীদের অনলাইনে ১৪ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। এর সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও থাকতে হবে। নিয়োগপদ্ধতি সম্পর্কিত বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।