HAL Recruitment 2024

ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড, আবেদনের শর্তাবলি কী?

এয়ারক্র্যাফ্ট টেকনিশিয়ানস পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ন’টি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৫:০০
Image from Internet.

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ শেখার সুযোগ। হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের তরফে এয়ারক্রাফ্‌ট টেকনিশিয়ান হিসাবে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত বিভাগে মোট ন’টি শূন্যপদ রয়েছে।

Advertisement

ইঞ্জিনিয়ারিং শাখার মেকানিক্যাল এবং ইলেক্ট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা প্রাপ্ত হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। নিযুক্তদের কাজের মেয়াদ মোট চার বছর। তবে কাজের চাহিদার নিরিখে ওই মেয়াদ পরিবর্তনও হতে পারে।

নিযুক্তদের সংস্থার গুজরাত, মহারাষ্ট্র, আন্দামান ও নিকোবর, অসমের দফতরে নিয়োগ করা হবে। প্রতি মাসের পারিশ্রমিক ৫৭ হাজার টাকা। লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তাই আগ্রহীদের আলাদা করে আবেদনপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনপত্রের সঙ্গে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রও থাকা আবশ্যক। লিখিত পরীক্ষা দেওয়ার জন্য বেঙ্গালুরুতে উপস্থিত হতে হবে। এই বিষয়ে সঠিক তথ্য জানতে সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন