ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। নিজস্ব চিত্র।
কলকাতার রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মখালি। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা-র তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য এক জনকে বেছে নেওয়া হবে।
সংশ্লিষ্ট কাজে জন্য বিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মাইক্রোবায়োলজি এবং মলিকিউলার বায়োলজি নিয়ে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
নিযুক্তকে প্রতি মাসে ৩৯,৩৭০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। পাশাপাশি, তাঁর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট)-এ উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তবে কত দিনের চুক্তিতে ওই পদে নিয়োগ করা হবে, এই বিষয়ে কোনও তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।
এই পদে কাজ করতে আগ্রহীদের আলাদা করে আবেদন জমা দিতে হবে না। তাঁদের সরাসরি বিজ্ঞপ্তিতে প্রকাশিত ফর্ম পূরণ করে তার সঙ্গেই শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনে অভিজ্ঞতার শংসাপত্র নিয়ে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ নেওয়া হবে ১১ নভেম্বর। এই মর্মে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।