আইআইইএসটি, শিবপুর। সংগৃহীত ছবি।
শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে একটি গবেষণা সংক্রান্ত কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। কিছু দিন আগে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের অর্থ সহায়তায় পরিচালিত হবে। আগ্রহীদের থেকে এর জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের এরোস্পেস অ্যান্ড অ্যাপ্লায়েড মেকানিক্স বিভাগে গবেষণা প্রকল্পটির কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ডেভেলপমেন্ট অফ আ নভেল আনম্যানড এরিয়াল অ্যাকোয়াটিক ভেহিক্ল (ইউএএভি) উইথ অ্যাডভান্সড রিট্র্যাক্টেবেল উইং অ্যান্ড ডুয়াল প্রোপালশন সিস্টেম’। প্রকল্পটি স্পনসর করবে কেন্দ্রের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)।
প্রকল্পে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ রয়েছে একটি। এই প্রকল্পে আগামী তিন বছর কাজ করতে হবে নিযুক্ত ব্যক্তিকে। আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। প্রতি মাসে নিযুক্ত ব্যক্তিকে বাড়িভাড়া বাবদ ভাতা-সহ সাম্মানিক দেওয়া হবে ৩৮,৪৪০ টাকা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ এরোস্পেস/ মেকাট্রনিক্স/ অ্যাপ্লায়েড মেকানিক্স বা অন্য কোনও সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। প্রার্থীদের গেট পাশের যোগ্যতাও থাকতে হবে। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সফটওয়্যার বিষয়ে দক্ষতা থাকলে প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২ জানুয়ারি আবেদনের শেষ দিন। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। বাছাই প্রার্থীদের যথাসময়ে ইন্টারভিউয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।