Calcutta High Court

নাবালিকার যৌন হেনস্থার মামলায় হাই কোর্টে জামিন কয়লা পাচারে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রের

কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে গত নভেম্বরে যৌন হেনস্থার মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার ওই মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৩:১০
কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র।

কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। —ফাইল চিত্র।

নাবালিকাকে যৌন হেনস্থার মামলায় কলকাতা হাই কোর্ট থেকে জামিন পেলেন কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। সোমবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। গত বছরে কলকাতার কালীঘাট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে এফআইআর দায়ের করা হয় বিকাশের বিরুদ্ধে। ওই মামলাটি আলিপুর আদালতে বিচারাধীন। যৌন হেনস্থার মামলায় জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। সোমবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেছে হাই কোর্ট।

Advertisement

কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ। তিনি নিজেও কয়লা পাচার মামলায় অভিযুক্ত। অতীতে সিবিআইয়ের হাতে গ্রেফতারও হয়েছেন তিনি। পরে অবশ্য জামিন পেয়ে যান। এই অবস্থায় গত বছরের নভেম্বরে একটি পকসো (নাবালিকা নির্যাতন) মামলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। বিকাশ অবশ্য দাবি করেন, তাঁকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে।

বিকাশের গ্রেফতারির সময় পুলিশ সূত্রে জানা যায়, ওই নাবালিকাকে যৌন হেনস্থার পাশাপাশি তার মাকে মারধরও করেন বিকাশ। সেই অভিযোগের ভিত্তিতে গত নভেম্বরে বিকাশকে পাকড়াও করে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করে বিকাশ অতীতে দাবি করেন, ‘‘আমাকে মেরে ফেলার চক্রান্ত চলছে। আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।’’

বিকাশের দাদা, কয়লা পাচার মামলায় অপর অভিযুক্ত বিনয় আপাতত পলাতক। আসানসোলের সিবিআই আদালতে ইতিমধ্যে চার্জ গঠন হয়েছে কয়লা মামলায়। সিবিআই আদালতে অনুপ মাজি ওরফে লালা-সহ মোট ৪৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়। ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয় কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্রকে। তিনি সেই সময় যৌন নিগ্রহের মামলায় প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন।

Advertisement
আরও পড়ুন