Govt Job Vacancy

কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরামর্শদাতা প্রয়োজন, আবেদনের শর্তাবলি কী?

অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্ত ব্যক্তির কর্মস্থল হবে ভুবনেশ্বরে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৯
National Institute of Technical Teachers’ Training and Research, Kolkata.

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চের কলকাতা এক্সটেনশন সেন্টারে পরামর্শদাতা (কনসালট্যান্ট) প্রয়োজন। ওই পদে এক জনকে নিয়োগ করা হবে। এই কাজে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সি প্রার্থীদের কাছে আবেদন চাওয়া হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট পদে নিযুক্তকে অ্যাকাডেমিক অ্যান্ড ট্রেনিং বিভাগে কাজ করতে হবে। ওই কাজের জন্য যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে পরামর্শদাতা হিসাবে আগে কোনও কেন্দ্রীয় সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিষ্ঠানের ভুবনেশ্বর শাখার কলকাতা এক্সটেনশন সেন্টারে নিযুক্তকে কাজ করতে হবে। প্রতি মাসে প্রতিষ্ঠানের নিয়মানুসারে পারিশ্রমিক দেওয়া হবে তাঁকে। মোট ১২ মাসের চুক্তিতে কাজ চলবে। এই কাজের জন্য কম্পিউটারের দক্ষতা থাকা আবশ্যক।

বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন আগ্রহীরা। সেই ফর্মটি পূরণ করে ২৭ ডিসেম্বরের আগে ইমেল মারফত জমা দিতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন