অনুপ্রবেশ করার জন্য গ্রেফতার। নিজস্ব চিত্র।
সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ার অভিযোগে নদিয়ায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি অনুপ্রবেশের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। পাঁচ জন ভারতীয়কেও একই সঙ্গে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা বেআইনি অনুপ্রবেশের দালাল হিসাবে কাজ করতেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়েছিল রানাঘাট জেলা পুলিশ। মোট ১৫ জনকে তারা গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছিল। ১০ জন বাংলাদেশিকে আপাতত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাঁচ ভারতীয় দালালকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের গভীরে যেতে চাইছেন তদন্তকারীরা।
রানাঘাট পুলিশ জেলার ডিএসপি (বর্ডার) সোমনাথ ঝাঁ জানান, “সীমান্ত পেরিয়ে কিছু মানুষ ভারতে ঢুকছেন, খবর পেয়েছিলাম। সেই অনুযায়ী অভিযান চালানো হয়। সেখান থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। পাঁচ ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মানবপাচার চক্রের শিকড়ের সন্ধান চলছে।”