প্রতীকী চিত্র।
কেন্দ্রীয় সংস্থায় ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডে রয়েছে সেই সুযোগ। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪৮টি পদে ইঞ্জিনিয়ারদের শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে উল্লিখিত পদে নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে রয়েছে বেশ কিছু শর্ত।
২০২২ কিংবা তার পরবর্তী শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং শাখার মেকানিক্যাল, প্রোডাকশন, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মর্ডান অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট— উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। পদের নিরিখে ১৮ বছর থেকে ৩০ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তদের প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে আট হাজার টাকা থেকে ন’হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ডিগ্রি বা ডিপ্লোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের মেধা যাচাই করা হবে। আগ্রহীদের একটি পোর্টালের মাধ্যমে অ্যাপ্রেন্টিসশিপের জন্য নাম নথিভুক্ত করতে হবে।
সেই নথিভুক্তকরণের শংসাপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ আবেদনপত্র ডাকযোগে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৪ জানুয়ারি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।