BECIL Recruitment 2023

কেন্দ্রীয় সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টসে চাকরির সুযোগ, শূন্যপদ ক’টি?

শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের প্রথমে বাছাই করা হবে। এর পর বাছাই প্রার্থীদের মধ্যে থেকে সংস্থার স্ক্রিনিং কাম সিলেকশন কমিটি পদগুলির জন্য চূড়ান্ত বাছাই করবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ১৭:১২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ দু’টি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। দু’টি পদেই নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য শুরু হয়ে গিয়েছে অফলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে সাইবার ফরেন্সিক এগজ়িকিউটিভ (অ্যাডমিনিস্ট্রেটর) এবং সাইবার ফরেন্সিক অ্যানালিস্ট (ডিএফএ টেকনিক্যাল)। দু’টি পদে মোট শূন্যপদও রয়েছে দু’টি। বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য কোনও বয়ঃসীমার কথা উল্লেখ করা হয়নি। সাইবার ফরেন্সিক এগজ়িকিউটিভ (অ্যাডমিনিস্ট্রেটর) এবং সাইবার ফরেন্সিক অ্যানালিস্ট (ডিএফএ টেকনিক্যাল) পদে নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ হবে ৫০,০০০ টাকা এবং ৪৫,০০০ টাকা প্রতি মাসে। প্রাথমিক ভাবে ছ’মাসের জন্য এই পদগুলিতে প্রার্থীদের নিয়োগ করা হলেও পরবর্তীকালে কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হবে।

আবেদনকারীদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা ছাড়াও প্রয়োজন বেশ কিছু বছরের পেশাদারি অভিজ্ঞতার, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের প্রথমে বাছাই করা হবে। এর পর বাছাই প্রার্থীদের মধ্যে থেকে সংস্থার স্ক্রিনিং কাম সিলেকশন কমিটি পদগুলির জন্য চূড়ান্ত বাছাই করবে।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১২ ডিসেম্বর। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখতে হবে প্রার্থীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement