Apprentice Recruitment

শিক্ষানবিশ হিসাবে কাজ শেখার সুযোগ ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেডে

সংস্থার হায়দরাবাদের আরসিপুরমের দফতরে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১০।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৪:৩১
Bharat Heavy Electricals Limited.

ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড। ছবি: সংগৃহীত।

ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডে প্রশিক্ষণের সুযোগ। এই প্রতিষ্ঠানের হায়দরাবাদের আরসি পুরমের দফতরে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে। মোট শূন্যপদ ১০। তবে পদ-সংখ্যা পরিবর্তিত হতে পারে।

Advertisement

ওই কাজের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ২০২২ বা তার পরবর্তী শিক্ষাবর্ষে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের বেছে নেওয়া হবে। তবে, যাঁরা উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন তাঁরাও আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণের জন্য যোগ্যদের বাছাই করা হবে। প্রতিষ্ঠানের নিয়মানুসারে শিক্ষানবিশদের প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে ভাতা দেওয়া হবে।

মোট এক বছরের জন্য চলবে প্রশিক্ষণ। অনলাইনে আগ্রহীরা আবেদন করতে পারবেন। ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ২২ জানুয়ারি হবে লিখিত পরীক্ষা। এই সংক্রান্ত তথ্যের জন্য নিয়মিত ভাবে ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন