এমস জম্মু। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি হাসপাতালে কাজের সুযোগ। এমস জম্মুতে কর্মী প্রয়োজন। সংশ্লিষ্ট সংস্থায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর তরফে প্রকাশিত হয়েছে। মোট চারটি শূন্যপদে নিযুক্তদের কাজ করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেপুটি চিফ সিকিউরিটি অফিসার, সিকিউরিটি অফিসার, সিনিয়র ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র প্রকিওয়রমেন্ট-কাম-স্টোর্স অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। উল্লিখিত পদে কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারি সংস্থায় আগে কাজ করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
সংশ্লিষ্ট পদে প্রতি মাসে ৫৬,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি ডাকযোগে বেসিলের ঠিকানায় জমা দিতে হবে।
আবেদনের শেষ দিন ১৬ জানুয়ারি। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ইমেল মারফত যোগাযোগ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।