বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম (বিআইটিএম)। ছবি: সংগৃহীত।
বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়ামে (বিআইটিএম) পরামর্শদাতা পদে চাকরি করার সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনও বিষয়ে স্নাতক প্রার্থীকে কনসালট্যান্ট হিসাবে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
মোট ছ’মাসের জন্য প্রাথমিক ভাবে কাজ করতে হবে, যার মেয়াদ বৃদ্ধি পেতে পারে।সিনিয়র কন্ট্রোলার বা কন্ট্রোলার পদে কেন্দ্র বা রাজ্য সরকারি সংস্থায় কাজ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
এই কাজে প্রতি মাসে ৫০ হাজার টাকা থেকে ৫৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ৬৩ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
আগ্রহীরা ডাকযোগে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি-সহ আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ১৮ জানুয়ারি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।