Champions Trophy 2025

তিন দিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন, চিন্তা বুমরাহের চোট, সময়ের মধ্যে সুস্থ হতে পারবেন?

১১ জানুয়ারি বৈঠকে বসবেন নির্বাচকেরা। সে দিনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রাথমিক দল নির্বাচন হবে। চিন্তা বাড়াচ্ছে জসপ্রীত বুমরাহের চোট। তাঁকে কি পাওয়া যাবে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৫
cricket

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

হাতে আর বেশি দিন সময় নেই। ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সেই কারণে, ১১ জানুয়ারি বৈঠকে বসবেন নির্বাচকদের। সে দিনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের প্রাথমিক দল নির্বাচিত হবে। চিন্তা বাড়াচ্ছে জসপ্রীত বুমরাহের চোট। তাঁকে কি পাওয়া যাবে?

Advertisement

সিডনিতে পিঠের পেশিতে চোট পেয়েছিলেন বুমরাহ। সেই টেস্টে আর বল করতে পারেননি তিনি। তাঁর চোট স্ক্যান করা হয়েছে। বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি দল। তাঁর চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। যদি গ্রেড-১ চোট হয় তা হলে সুস্থ হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। গ্রেড-২ চোট হলে ছ’সপ্তাহ লাগতে পারে সুস্থ হতে। আর যদি গ্রেড-৩ চোট হয় তা হলে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। তার পরে রিহ্যাব করতে হবে। বুমরাহের কোন গ্রেডের চোট, তা নিয়ে ধোঁয়াশা রেখেছে বোর্ড।

জানা গিয়েছে, বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা করবে ভারত। কারণ, ১৩ ফেব্রুয়ারির মধ্যে চাইলে দলে বদল করা যাবে। যদি বুমরাহ তার মধ্যে সুস্থ হতে না পারেন, তা হলে বিকল্প ঘোষণা করার সময় থাকবে। সেই কারণেই বুমরাহকে রাখা হবে।

আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে নির্বাচকদের। রোহিত শর্মা ও বিরাট কোহলি কি খেলবেন? যা খবর, তাতে তাঁদের রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গড়া হবে। রোহিতই অধিনায়ক হবেন। তবে তাঁর ডেপুটি কে হবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে হার্দিক পাণ্ড্য সহ-অধিনায়ক ছিলেন। তিনি চোট পাওয়ার পরে দায়িত্ব দেওয়া হয় লোকেশ রাহুলকে। ২০২৪ সালে শ্রীলঙ্কা সফরে আবার রোহিতের ডেপুটি ছিলেন শুভমন গিল। সহ-অধিনায়ক হিসাবে বুমরাহের নামও শোনা যাচ্ছে।

আরও একটি নাম নিয়ে আলোচনা হওয়ার কথা। মহম্মদ শামি। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের সর্বাধিক উইকেট নিয়েছিলেন। কিন্তু তার পর থেকে আর খেলেননি। হাঁটুর চোটে ভুগেছেন। অস্ত্রোপচার হয়েছে। ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে সুযোগ পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে মুখিয়ে শামি। জানা গিয়েছে, বোর্ডের আলোচনাতেও তিনি রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শামিকে নেওয়া হলে তার আগে ইংল্যান্ড সিরিজ়ের দলেও জায়গা পেতে পারেন বাংলার পেসার।

Advertisement
আরও পড়ুন