বিরাট কোহলি। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে রান পাননি বিরাট কোহলি। তিনি প্রথম ম্যাচে শতরান করেছিলেন। কিন্তু তার পর থেকে আর রান পাননি। বার বার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়ে যান। কোহলির রান না পাওয়ার কারণ খুঁজলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করছেন, কোহলির সমস্যাটা মানসিক।
পার্থে শতরান করেছিলেন কোহলি। মনে করা হয়েছিল হয়তো তিনি ফর্মে ফিরলেন। কিন্তু সিডনি টেস্ট শেষে পাঁচ টেস্ট মিলিয়ে কোহলি করেছেন ১৯০ রান। অর্থাৎ, পার্থের শতরান বাদ দিলে আট ইনিংসে কোহলি ৯০ রানের বেশি করতে পারেননি। এর মধ্যে ৩০ রানের গণ্ডি পার করেছেন মাত্র এক বার। কোহলির এমন খারাপ ফর্মের কারণ খুঁজে বার করেছেন পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, “বিরাট রান করতে চাইছে, কিন্তু পারছে না। খুবই চেষ্টা করছে ও। সেটা দেখা যাচ্ছে। কিন্তু এই বাড়তি চেষ্টাই তাঁর ব্যাটিংয়ে সমস্যা তৈরি করছে। যত বেশি চেষ্টা করছে, তত সমস্যা হচ্ছে।”
বর্ডার-গাওস্কর ট্রফিতে ধারাভাষ্য দিচ্ছিলেন পন্টিং। কোহলির রান না পাওয়ার কারণ হিসাবে তাঁর সংযোজন, “একজন যখন আউট নিয়ে বেশি ভাবতে শুরু করে, তখন রান পাওয়া কঠিন হয়। কোহলির সঙ্গে এটাই হচ্ছে। নিখুঁত হওয়ার চেষ্টা করছে ও। আমি সব সময় চেষ্টা করেছি, দল যে ভাবে চাইছে, সে ভাবে খেলতে। কিন্তু যখন ফর্মে থাকতাম, তখন আউট নিয়ে ভাবতাম না। শুধু রান করার কথা ভাবতাম। বিরাট সেটা পারছে না। ও চেষ্টা করছে অফ স্টাম্পের বাইরের বল না খেলার। এটা এক ধরনের মানসিক সমস্যা। অফ স্টাম্পের বাইরের বল নিয়ে বেশি ভাবছে ও।”
কোহলির আত্মবিশ্বাসের অভাব রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি রানে না ফিরলে ভারতীয় দলের সমস্যা বাড়বে। তাই কোহলির ব্যাটে রান চাইবেন সমর্থকেরা।