এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-য় কাজের সুযোগ। এই মর্মে সম্প্রতি সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতায় সংস্থার পূর্বাঞ্চলীয় সদর দফতরের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগ্রহীদের। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
ইন্টিগ্রেটেড এয়ার ট্র্যাফিক সিমুলেটর বিল্ডিংয়ের এয়ার ট্র্যাফিক ম্যানেজমেন্ট বিভাগের জন্য এই নিয়োগ। কর্মী নেওয়া হবে কনসালট্যান্ট এবং জুনিয়র কনসালট্যান্ট পদে। মোট শূন্যপদ ছ’টি। চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বেড়ে সর্বাধিক তিন বছর পর্যন্ত হতে পারে। কনসালট্যান্ট এবং জুনিয়র কনসালট্যান্ট পদে নিযুক্তদের বেতন হবে মাসে যথাক্রমে ৭৫,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা।
কনসালট্যান্ট এবং জুনিয়র কনসালট্যান্ট পদে আবেদনকারীদের সংস্থার অবসরপ্রাপ্ত এয়ার ট্র্যাফিক কন্ট্রোল অফিসার হতে হবে। পাশাপাশি, পদের ভিত্তিতে ৫ বা ১০ বছরের পেশাদারি অভিজ্ঞতাও প্রয়োজন। উভয় পদের জন্যই প্রয়োজন প্রার্থীদের শারীরিক সক্ষমতারও।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে সবিস্তার জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।