GRSE Recruitment 2025

কেন্দ্রীয় সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্সে কর্মখালি, কোন পদে কাজের সুযোগ?

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, নথি যাচাইকরণ এবং ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:১৭
GRSE Limited

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসইএল)-এ কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে। তা অনুযায়ী, সংস্থায় কিছু শূন্যপদে প্রশিক্ষণ দেওয়া হবে কর্মীদের। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে, যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় কমার্শিয়াল ট্রেনি বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। শূন্যপদ পাঁচটি। নিযুক্তদের এক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৬ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় রয়েছে। নিযুক্তদের বৃত্তি দেওয়া হবে মাসে ১৫,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের এমবিএ ডিগ্রি থাকতে হবে। যাঁদের মেটিরিয়াল ম্যানেজমেন্ট/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট/ লজিস্টিক ম্যানেজমেন্টে দু’বছরের পিজি ডিপ্লোমা রয়েছে, তাঁরাও এই পদে আবেদন জানাতে পারবেন।

আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ ফেব্রুয়ারি। এর পরে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, নথি যাচাইকরণ এবং ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন