BPCL Recruitment 2025

কেন্দ্রীয় সংস্থা ভারত পেট্রোলিয়ামে কর্মখালি, নিয়োগ কোন কোন পদে?

উভয় পদেই আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৯ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৪৫
BPCL

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, দু’টি ভিন্ন পদে সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া। যা শুরু হয়েছে বুধবার থেকে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে জুনিয়র এগজ়িকিউটিভ (কোয়ালিটি অ্যাশিয়োরেন্স) এবং সেক্রেটারি পদে। শূন্যপদের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। উভয় পদে নিযুক্তদের প্রথমে এক বছর ‘প্রবেশন’-এ রাখা হবে। এর পরে তাঁদের কাজের ভিত্তিতে পদগুলিতে নিযুক্তদের ‘কনফার্মেশন’ দেওয়া হবে। সংস্থার প্রয়োজন অনুযায়ী দেশের যে কোনও অঞ্চলে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উভয় পদেই আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৯ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। জুনিয়র এগজ়িকিউটিভ (কোয়ালিটি অ্যাশিয়োরেন্স) পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৩০,০০০-১,২০,০০০ টাকা। এ ছাড়া বিভিন্ন খাতে ভাতাও মিলবে। তবে সেক্রেটারি পদে নিযুক্তদের বেতন কাঠামো মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

দু’টি পদে আবেদনের জন্য পৃথক শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার মাপকাঠি ধার্য করা হয়েছে। যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা, লিখিত বা কম্পিউটার নির্ভর পরীক্ষা, কেস বেসড ডিসকাশন, গ্রুপ টাস্ক, ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে উভয় পদে কর্মী নিয়োগ করা হবে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১,১৮০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ২২ ফেব্রুয়ারি। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন