এমস কল্যাণী। সংগৃহীত ছবি।
বর্তমানে বিশ্ব জুড়ে ক্যানসার আক্রান্তদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সে ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কী ভাবে আগেভাগে ক্যানসার শনাক্তকরণ করা যায়, সেই নিয়ে গবেষণাধর্মী কাজ হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, নির্দিষ্ট মেয়াদের জন্য প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। প্রকল্পের জন্য অর্থ যোগান দেবে একটি কেন্দ্রীয় সংস্থা। এর জন্য ইতিমধ্যেই অনলাইনে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের প্যাথোলজি এবং ল্যাবরেটরি মেডিসিন বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-বেসড টুল ফর দ্য ডিটেকশন অফ ব্রেস্ট অ্যান্ড ওরাল ক্যানসার’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্যাথোলজি (এনআইপি)-র অর্থপুষ্ট।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-২ পদে। শূন্যপদ একটি। প্রথমে প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পরে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে ২০,০০০ টাকা প্রতি মাসে। এ ছাড়া, বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে।
আবেদনকারীদের বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (এমএলটি)/ ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (ডিএমএলটি)/ ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর কাজের অভিজ্ঞতাও। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩০ জানুয়ারি। এর পর প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।