Wb Secondary Exam 2024

পরীক্ষার্থীদের হাতে কবে আসবে টেস্ট পেপার, উঠছে প্রশ্ন

ডিসেম্বরের প্রথমেই শিক্ষার্থীদের হাতে টেস্ট পেপার হাতে তুলে দিতে চেয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু রাজ্যের স্কুলগুলি সঠিক নিয়ম মেনে সময় মতো পর্ষদের কাছে প্রশ্নপত্র না পাঠানোয় দেরি হচ্ছে টেস্ট পেপার ছাপাতে, এমনটাই বক্তব্য মধ্যশিক্ষা পর্ষদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩ ১৫:২৪

ছবি: সংগৃহীত।

মাধ্যমিক পরীক্ষা আসন্ন। প্রায় ১২ লক্ষের বেশি পরীক্ষার্থী এ বছর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করিয়েছে। ইতিমধ্যেই টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে স্কুলগুলিতে। পরীক্ষার্থীরা হাতে কবে সরকারি টেস্ট পেপার পাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

ডিসেম্বরের প্রথমেই শিক্ষার্থীদের হাতে টেস্ট পেপার হাতে তুলে দিতে চেয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু রাজ্যের স্কুলগুলি সঠিক নিয়ম মেনে সময় মতো পর্ষদের কাছে প্রশ্নপত্র না পাঠানোয় দেরি হচ্ছে টেস্ট পেপার ছাপাতে, এমনটাই বক্তব্য মধ্যশিক্ষা পর্ষদের।

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা চেয়েছিলাম ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে টেস্ট পেপার পড়ুয়াদের হাতে তুলে দিতে। আমাদের কাজ এই মুহূর্তে অনেকটাই এগিয়ে গিয়েছে। বেশ কিছু প্রতিবন্ধকতা কাটিয়ে ২৫ ডিসেম্বরের মধ্যে টেস্ট পেপার পড়ুয়াদের হাতে তুলে দিতে পারব বলে আমরা আশাবাদী।”

৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত স্কুলে শেষ হয়েছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। নিয়ম অনুযায়ী তার পরেই রাজ্যের মাধ্যমিক স্কুলগুলির টেস্টের প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়ার কথা পিডিএফ করে, ইমেলের মাধ্যমে। বেশির ভাগ স্কুল সেই নিয়ম মানেনি বলে পর্ষদ সূত্রের খবর।

পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যে প্রায় ৯,৫০০-এর কাছাকাছি স্কুল রয়েছে। এখনও পর্যন্ত মাত্র পাঁচ হাজার স্কুল প্রশ্নপত্র জমা দিয়েছে। তাঁর মধ্যে অর্ধেক স্কুল নিয়ম না মেনে মোবাইলে ছবি তুলে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সে ক্ষেত্রে অনেক প্রশ্নই সঠিক বোঝা যাচ্ছে না, তার ফলেও বিলম্ব হচ্ছে। পর্ষদের নিয়ম অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে স্কুলগুলিতে সিলেকশন টেস্ট শেষ করার কথা ছিল। সূত্রের খবর, অনেক স্কুলে পুজোর আগেই এই টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে। তা হলে নিয়ম মেনে ই-মেল মারফত পিডিএফ করে কেন প্রশ্নপত্র পাঠানো হল না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে স্কুলগুলির প্রতি।

তবে পর্ষদ সূত্রের খবর, তারা যতগুলো প্রশ্নপত্র পেয়েছে, তার মধ্যে বাছাই পর্বের কাজ অনেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং ক্রিসমাসের আগে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে টেস্ট পেপার পড়ুয়াদের হাতে তুলে দেওয়া যাবে।

Advertisement
আরও পড়ুন